ছবির প্রিমিয়ারে এমা স্টোন। এএফপি
ছবির প্রিমিয়ারে এমা স্টোন। এএফপি

সততা থেকেই ‘পুওর থিংস

চলতি বছরের ভেনিস উৎসবে প্রিমিয়ারের পর থেকেই সমালোচকেরা প্রশংসা করেছেন সিনেমাটির। পরে তো ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’ উৎসবে সেরা সিনেমার পুরস্কারও জিতে নেয়। ৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি, অনেকের মতো চলতি বছরের অন্যতম সেরা ছবি এটি।

‘সিনেমার কেন্দ্রীয় চরিত্র বেলা ব্যাক্সটার এক দুর্দান্ত সৃষ্টি, এমা স্টোন ছাড়া চরিত্রটি পর্দায় তুলে ধরা সম্ভব হতো না। এটি আসলে তাঁরই সিনেমা—ক্যামেরার সামনে ও ক্যামেরার পেছনে,’ ভেনিস উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) জেতার পর এভাবেই সিনেমার প্রধান অভিনেত্রী এমা স্টোনের প্রশংসায় পঞ্চমুখ হন পরিচালক ইয়োর্গস লান্থিমোস।

গত ১ সেপ্টেম্বর ভেনিসে সিনেমাটি প্রিমিয়ারের পর থেকেই। প্রদর্শনীর পর আট মিনিট স্ট্যান্ডিং ওভেশন পায় সিনেমাটি। ১৯৯২ সালে প্রকাশিত একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটির প্রেক্ষাপট ভিক্টোরিয়ান যুগে নারী স্বাধীনতা। ছবির গল্প বেলা ব্যাক্সটার নামে এক তরুণীর। খ্যাপাটে এক বিজ্ঞানীর মাধ্যমে নতুন জীবন পায় সে, এরপর শুরু হয় এক ব্যতিক্রমী যাত্রা।

এমা স্টোন। এএফপি

গত সপ্তাহে ছবিটির প্রিমিয়ারে দ্য হলিউড রিপোর্টারকে এমা ওয়াটসন বলেন, এ ছবিতে তাঁর আলাদা কোনো পছন্দের মুহূর্ত নেই, প্রতিটি দৃশ্যই উপভোগ করেছেন তিনি। অস্কারজয়ী তারকা আরও জানান, শুটিং শুরুর আগে পরিচালকের সঙ্গে রিহার্সেলও ছিল তাঁর জন্য দারুণ অভিজ্ঞতা।

এমা বলেন, ‘রিহার্সেল আসলে শিল্পীদের মধ্যে সম্পর্ক সহজ করে দিয়েছিল। আমি নিজের চরিত্র বেলাকে ভালোভাবে বুঝতে পেরেছিলাম। এ ছাড়া লান্থিমোসের সঙ্গে কাজ করা ছিল দারুণ অভিজ্ঞতা। তিনি সেরাদের একজন।’

‘পুওর থিংস’ সিনেমার দৃশ্য

ভেনিসে প্রিমিয়ার ও প্রেক্ষাগৃহে মুক্তির পর আলোচনায় আসে সিনেমাটিতে থাকা কিছু খোলামেলা দৃশ্য। এমা স্টোনের মতো হলিউডের প্রথম সারির তারকার পর্দায় এসব দৃশ্যে অভিনয় চমকে দিয়েছে খোদ সমালোচকদেরও।

এক সাক্ষাৎকারে নির্মাতা বলেছিলেন, ‘নগ্নতা এ সিনেমার জন্য খুবই প্রয়োজনীয় ছিল। আমরা আত্মবিশ্বাসী ছিলাম, এমাকে নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে এ সম্পর্কে বলার পর উত্তর দেয়, পর্দায় বেলার জন্য সবকিছু করতে সে প্রস্তুত।’ এমাও জানান, পুরো সিনেমাটি ঠিকঠাক করতে তিনি ও পরিচালক সম্পূর্ণ সৎ ছিলেন। সততা থেকে তৈরি হয়েছি ‘পুওর থিংস’।

প্রিমিয়ার ‘পুওর থিংস’ টিম। এএফপি

ইয়োর্গস লান্থিমোস ইতিহাস-আশ্রিত সিনেমা বানান। অস্কারজয়ী ‘দ্য ফেবারিট’-এর পর এবার তিনি উপহার দিলেন ‘পুওর থিংস’।