আগামী সোমবার ভোরে বসবে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। কোন বিভাগে কে পুরস্কার পাবেন, তা নিয়ে চলছে জল্পনা। এর আগে গতকাল মঙ্গলবার রাতে লস অ্যাঞ্জেলেসের একাডেমি মিউজিয়াম অব মোশন পিকচারে অস্কার মনোনীত শিল্পীদের নিয়ে আয়োজন করা হয় বিশেষ নৈশভোজের। কারা হাজির ছিলেন এ আয়োজনে? এএফপি অবলম্বনে জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে–