কালো গাউন আর মুক্তার নেকলেসে নিজেকে মেলে ধরেছেন স্বর্ণকেশী মার্কিন সুপার মডেল জিজি হাদিদ
বিজ্ঞাপন
কালো গাউনে হাজির হয়েছিলেন মার্কিন গায়িকা বিলি আইলিশ২১ বছর আগে তৈরি পোশাক পরে হাজির হয়েছিলেন ইংরেজ-আলবেনীয় গায়িকা ডুয়া লিপা। ১৯৯২ সালের শ্যানেল ফল কালেকশনে পোশাকটি পরেছিলেন ক্লডিয়া শিফারবলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে এবারই প্রথম মেট গালার আসরে পাওয়া গেছে। সাদা গাউনে লালগালিচায় স্নিগ্ধতা ছড়িয়েছেন তিনি। গাউনে ছড়ানো আছে এক লাখ মুক্তা। হালকা অলংকার বেছে নিয়েছিলেন আলিয়া, হাতে পরেছিলেন পোশাকের সঙ্গে মানানসই সাদা গ্লাভসমেট গালার আসরেই স্বামী নিক জোনাসের সঙ্গে পরিচয়। তৃতীয়বারের মতো মেট গালায় অংশ নিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কালো অফ শোল্ডার স্লিট গাউন আর ভ্যালেন্টিনো গাউনের সঙ্গে তিনি পরেছিলেন অপেরা গ্লাভস, হিরের নেকলেস আর কানের দুল। প্রিয়াঙ্কার সঙ্গে সামঞ্জস্য রেখে নিক জোনাস পরেছিলেন কালো চামড়ার ব্লেজার, সাদা শার্ট, কালো স্ট্রেট ফিট প্যান্ট আর কালো টাই