না ফেরার দেশে চলে গেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা পল গ্র্যান্ট। ১৬ মার্চ লন্ডনের এক রেলস্টেশনে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। এরপর তাঁর নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, অভিনেতার ‘ব্রেন ডেথ’ হয়েছে অর্থাৎ তাঁর মস্তিষ্ক কাজ করছে না। এরপর তাঁকে রাখা হয় লাইফ সাপোর্টে। খবর দ্য গার্ডিয়ানের।
তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর গত রোববার পরিবারের সিদ্ধান্তে খুলে নেওয়া হয় লাইফ সাপোর্ট সিস্টেম। এরপরই মারা যান ৫৬ বছর বয়সী এই অভিনেতা। অভিনেতার মৃত্যুর সংবাদ গণমাধ্যমে জানান তাঁর মেয়ে সোফি জেইন গ্র্যান্ট। রেলস্টেশনে কী কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন ‘হ্যারি পটার’ সিরিজে গবলিনের চরিত্রে অভিনয় করা পল গ্র্যান্ট, তা এখনো জানা যায়নি।
উচ্চতায় এই অভিনেতা মাত্র চার ফুট চার ইঞ্চি। কিন্তু এই উচ্চতা তাঁর অভিনয় ক্যারিয়ারে বাধা হতে পারেনি। তিনি অভিনয় করে গেছেন হলিউডের জনপ্রিয় সব তারকার সঙ্গে। ‘হ্যারি পটার’ সিরিজের গবলিন চরিত্র তাঁকে নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে। ‘হ্যারি পটার’-এর পাশাপাশি ‘স্টার ওয়ার্স’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন তিনি। এ ছাড়া ‘লেজেন্ড’, ‘উইলো’, ‘দ্য ডেড’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন পল গ্র্যান্ট।
কিন্তু জীবনের শেষ সময়ে এসে মাদকে আসক্ত হয়ে পড়েন পল গ্র্যান্ট। মাদকের কারণে পড়েছেন অর্থসংকটেও। এই মাদকাসক্ত হয়ে পড়ার কথা চলতি মাসের শুরুতেই লন্ডনের এক ইউটিউবারকে জানান পল। তখন তিনি বলেন, ‘অনেক হয়েছে। আজই আমার মদ্যপানের শেষ দিন। এবার আমাকে থামতে হবে।’ তিনি থেমেছেন, তবে একেবারেই থেমে গেছেন। চলে গেছেন এই পৃথিবী ছেড়ে।