মুক্তির অপেক্ষায় থাকা নির্মাতা গ্রেটা গারউইগের ‘বার্বি’ সিনেমা নিষিদ্ধ করেছে ভিয়েতনাম। দক্ষিণ চীন সাগরের বিবদমান বিশাল এলাকাকে নিজেদের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করেছে চীন। সিনেমায় সেই বিবদমান অঞ্চলসহ চীনের একটি মানচিত্র তুলে ধরায় সিনেমাটি প্রদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। খবর বিবিসির
তবে সিনেমার কোন দৃশ্যে মানচিত্রটি উপস্থাপন করা হয়েছে, তা এখনো পরিষ্কার করেনি ভিয়েতনাম।
গত শতকের পঞ্চাশের দশকের জনপ্রিয় পুতুল চরিত্র ‘বার্বি’ নিয়ে নির্মিত সিনেমাটি ২১ জুলাই বিশ্বজুড়ে মুক্তির কথা রয়েছে। মুক্তির আগেই নিষেধাজ্ঞার কবলে পড়ল ওয়ার্নার ব্রাদার্সের সিনেমাটি। এতে বার্বি চরিত্রে অভিনয় করেছেন মার্গট রবি, কেন নামের এক চরিত্রে রয়েছেন রায়ান গসলিং।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, ভিয়েতনামের ন্যাশনাল ফিল্ম ইভ্যালুয়েশন কাউন্সিলের তরফ থেকে গতকাল সোমবার এ ঘোষণা আসার পর সিনেমাটির পোস্টার সরিয়ে ফেলা হয়েছে। সিনেমায় চীনের ‘নাইন-ড্যাশ লাইন’ উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন ভিয়েতনামের সিনেমা বিভাগের মহাপরিচালক ভি কিয়েন তান।
দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই নিজেদের দাবি করে আসছে চীন, দেশটির মানচিত্রে সেই সব এলাকাকে নয়টি লাল রেখা দিয়ে চিহ্নিত করায় তা ‘নাইন-ড্যাশ লাইন’ বলে পরিচিতি পেয়েছে।
চীনের দাবির বিপক্ষে যে সব দেশ অবস্থান নিয়েছে, তার মধ্যে ভিয়েতনামও রয়েছে। ২০১৬ সালে হেগের একটি আন্তর্জাতিক আদালত চীনের বিপক্ষে রায় দিয়েছে, তবে চীন তা মানেনি।
দক্ষিণ চীন সাগরের বিবদমান অঞ্চলে সামরিক ঘাঁটি গেড়েছে চীন, মাঝেমধ্যেই সেখানে মহড়ার খবর মেলে।
এর আগে একই কারণে অ্যানিমেটেড সিনেমা ‘অ্যাবোমিনাবল’, সনির সিনেমা ‘আনচার্টেড’ ও অস্ট্রেলিয়ার ড্রামা সিরিজ ‘পাইন গ্যাপ’ নিষিদ্ধ করেছে ভিয়েতনাম।