চলতি বছর সমালোচকদের কাছে যে কয়েকটি সিনেমা বিশেষভাবে প্রশংসিত হয়েছে, ‘বেবিগার্ল’ তারই একটি। হেলিনা রেজিনের সিনেমাটি চলতি বছর ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়েছিল। এ ছবির জন্য উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান নিকোল কিডম্যান। চলচ্চিত্র উৎসব ঘুরে আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে সিনেমার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে কথা বলেছেন নিকোল কিডম্যান।
ডাচ নির্মাতা হেলিনা রেজিনের চতুর্থ সিনেমা ‘বেবিগার্ল’। এই ইরোটিক থ্রিলার সিনেমার অন্যতম প্রযোজকও তিনি। ‘বেবিগার্ল’-এর গল্প এক কোম্পানির প্রধান নির্বাহী রোমি ও সেই প্রতিষ্ঠানের শিক্ষানবিশ স্যামুয়েলকে নিয়ে। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা পর্দায় তুলে ধরা হয়েছে রাখঢাক ছাড়াই।
‘রোমি’ চরিত্রে অভিনয় করেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যান এবং ‘স্যামুয়েল’ চরিত্রের অভিনেতা হ্যারিস ডিকসন। গল্পের প্রয়োজনে বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে তাঁদের। সিনেমায় রোমি ও স্যামুয়েলের মধ্যে শারীরিক সম্পর্ক হয়, পর্দায় সেটাও দেখিয়েছেন নির্মাতা।
সম্প্রতি ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেন নিকোল কিডম্যান।
অভিনেত্রী বলেন, ‘সিনেমার গল্প আমার দারুণ পছন্দ হয়। এ ধরনের চরিত্র ফিরিয়ে দেওয়ার উপায় ছিল না। এটা (অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়) আমার কাজের অংশ। পর্দায় যৌনদৃশ্যে অভিনয় নিয়ে আমার কোনো সংকোচ নেই। আমরা স্বাধীনতা, নারীদের যৌনতৃপ্তি নিয়ে একটা সিনেমা করতে চেয়েছি; পর্দায় সেটাই উঠে এসেছে।’
সিনেমার একটি দৃশ্যে নগ্ন হয়ে হাজির হতে দেখা গেছে তরুণ ব্রিটিশ অভিনেতা হ্যারিস ডিকসনকে। তিনি জানান, শুরুতে একটু অস্বস্তি হলেও পরিচালক ও সহ–অভিনেত্রী নিকোল কিডম্যান তাঁকে সহজ করে দিয়েছেন। তিনি আরও জানান, ক্যারিয়ারের শুরুর দিকে নিকোল কিডম্যানের মতো তারকার সঙ্গে কাজ করা তাঁর জন্য বড় অভিজ্ঞতা। তিনি বারবার নিকোলের কাছে স্ট্যানলি কুব্রিকের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চেয়েছেন।
২০২৩ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছিল ‘বেবিগার্ল’-এর শুটিং। শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে।
গত ৩০ আগস্ট ৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ারের পর প্রশংসিত হয়। পরে ১০ সেপ্টেম্বর প্রদর্শিত হয় ৪৯তম টরন্টো চলচ্চিত্র উৎসবে।
আগামী ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ছবিটি মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডায়।