১৮ বছর বয়সে অ্যালকোহল বিষক্রিয়ার শিকার হয়েছিলেন

আজ ৩০ আগস্ট জনপ্রিয় অভিনেত্রী ক্যামেরন ডিয়াজের জন্মদিন। ১৯৭২ সালে জন্ম নেওয়া এই অভিনেত্রী ৫২ পেরোলেন। দীর্ঘ ক্যারিয়ারে তাঁকে সবচেয়ে বেশি খ্যাতি এনে দিয়েছিল ‘গ্যাংস অব নিউইয়র্ক’, যা তিনি নিজেই বলেছিলেন। পরবর্তী সময়ে নানা আলোচনা–বিতর্কের মধ্যে এগিয়েছে ক্যারিয়ার। জন্মদিনে ক্যামেরনের জানা–অজানা দিকগুলো জেনে নিতে পারেন।
কোনো অভিজ্ঞতা ছাড়াই ২১ বছর বয়সে প্রথম সিনেমার অডিশনে যান। ‘দ্য মাস্ক’ সিনেমার জন্য নির্বাচিত হন। বুঝতে পারেন, অভিনয় সহজ নয়। পরে তিনি চুক্তিবদ্ধ হয়ে অভিনয়ে দীক্ষা নিতে থাকেন। ছবি: ফেসবুক
কোনো অভিজ্ঞতা ছাড়াই ২১ বছর বয়সে প্রথম সিনেমার অডিশনে যান। ‘দ্য মাস্ক’ সিনেমার জন্য নির্বাচিত হন। বুঝতে পারেন, অভিনয় সহজ নয়। পরে তিনি চুক্তিবদ্ধ হয়ে অভিনয়ে দীক্ষা নিতে থাকেন। ছবি: ফেসবুক
বলা যায়, উড়ে এসেই যেন হলিউডে জুড়ে বসে ক্যামেরন ডিয়াজ। কারণ, ১৯৯৪ সালে সিনেমায় নাম লিখিয়েই সফলতার দেখা পান। সে বছর ‘দ্য মাস্ক’ সিনেমাটি সর্বাধিক আয় করা ১০টি সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছিল। পরে আর পেছনে তাকাতে হয়নি। সেই সময় মিউজিক ভিডিও প্রযোজকের সঙ্গে প্রেমও শুরু করেন। ছবি: ফেসবুক
পরে নাম লেখান কমেডি সিনেমা ‘দ্য লাস্ট সুপার’-এ। এটিও তাঁকে পরিচিত করেছিল। কিন্তু ক্যারিয়ারে শীর্ষ চূড়ায় ওঠার জন্য একের পর এক অপেক্ষা করতে হয়। ২০০২ সালে তাঁকে মার্টিন স্করসিস পরিচালিত ‘গ্যাংস অব নিউইয়র্ক’ সেই সুযোগ করে দেয়। সহ–অভিনেতা ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবি: ফেসবুক
সিনেমার শুরুর আগে কিছুটা অগোছালো ছিল ডিয়াজের জীবন। একবার অস্ট্রেলিয়ায় গিয়ে অ্যালকোহল বিষক্রিয়ার শিকার হন। এর কারণ, তিনি হঠাৎ করেই বেশি পরিমাণ মদ্যপান করেছিলেন, যা বিষক্রিয়ায় রূপ নেয়। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। ছবি: ফেসবুক
একাধিক সিনেমায় ডিয়াজকে খোলামেলা দৃশ্যে দেখা গেছে। অ্যাম্পিয়ার ম্যাগাজিনে ‘হানড্রেড সেক্সিয়েস্ট স্টারস’–এ এই তারকা ক্যারিয়ার শুরুর এক বছর পরই জায়গা করে নেন। তিনি ছিলেন ১৩তম স্থানে। পরে একাধিকবার তিনি সেরা আবেদনময়ীর তালিকায় জায়গা পেয়েছেন। এ ছাড়া ১৯৯৮ সালে ‘ফিফটি মোস্ট বিউটিফুল’ তালিকায়ও তিনি ছিলেন। রয়টার্স
দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে তিনি বাফটাসহ একাধিক বড় পুরস্কার আয়োজনে মনোনয়ন পেয়েছেন, পুরস্কার পেয়েছেন, পেয়েছেন সম্মাননা। অভিনয় করেছেন ৬০টির মতো সিনেমায়। ‘ভ্যানিলা স্কাই’, ‘দেয়ারস সামথিং অ্যাবাউট ম্যারি’, ‘চার্লিস অ্যাঞ্জেলস’, ‘মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং’ তাঁর ক্যারিয়ারের অন্যতম কয়েকটি সিনেমা। রয়টার্স