২০২৪ সালের বাজে সিনেমার তালিকা প্রকাশ করেছে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি। কোলাজ
২০২৪ সালের বাজে সিনেমার তালিকা প্রকাশ করেছে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি। কোলাজ

বছরের সবচেয়ে বাজে সিনেমা কোনগুলো

চলতি বছরের সেরা সিনেমার তালিকা যেমন করেছে গণমাধ্যমগুলো, তেমনি এসেছে বাজে সিনেমার তালিকাও। সমালোচকদের বিচারে ২০২৪ সালের বাজে সিনেমার তালিকা প্রকাশ করেছে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি।
মার্কিন চলচ্চিত্র সমালোচক ওয়েন গ্লেইবারম্যানের চোখে চলতি বছরের পাঁচটি বাজে সিনেমা হলো ‘পুলম্যান’, ‘রুমারস’, ‘রিগান’, ‘দ্য এন্ড’ ও ‘লিসা ফ্রাঙ্কেনস্টাইন’।

এর মধ্যে ‘পুলম্যান’ কমেডি মিস্ট্রি ঘরানার সিনেমা। এ ছবি দিয়েই নির্মাণে অভিষেক হয় অভিনেতা ক্রিস পাইনের। সমালোচকদের কম নম্বর তো ছিলই, বক্স অফিসেও সেভাবে ব্যবসা করতে পারেনি ছবিটি।

‘পুলম্যান’–এর দৃশ্য । আইএমডিবি

চলতি বছর কান উৎসবে প্রিমিয়ার হয়েছিল কমেডি হরর সিনেমা ‘রুমারস’-এর। কেট ব্লানচেট, অ্যালিসিয়া ভিকন্দারের মতো তারকা থাকার পরও বাজে সিনেমার তকমা পেয়েছে ছবিটি।

ওয়েন গ্লেইবারম্যান ছাড়াও আরেক সমালোচক পিটার ডারবার্গও সবচেয়ে বাজে পাঁচ সিনেমার কথা জানিয়েছেন। তাঁর বিচারে প্রথমেই আছে ‘ডগম্যান’ সিনেমা।

‘ডগম্যান’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

আলোচিত ফরাসি নির্মাতা লুক বেসোঁর ছবিটির এ তালিকায় থাকা বিস্ময়কর বটে। ছবিটি গত বছর ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগেও জায়গা পেয়েছিল।

পিটার ডারবার্গের তালিকায় থাকা অন্য চারটি সিনেমা হলো ‘দ্য মাউস ট্র্যাপ’, ‘নট অ্যানাদার ক্রাঞ্চ মুভি’, ‘হ্যারল্ড অ্যান্ড দ্য পার্পল ক্রেয়ন’ ও ‘রেবেল মুন: ডিরেক্টরস কাট’।

সমালোচকেরা বলছেন, বাজে চিত্রনাট্য, দুর্বল নির্মাণ ও অভিনয় মিলিয়ে এ সিনেমাগুলো একেবারেই কোনো ছাপ রাখতে পারেনি।