এই মুহূর্তে কোন সিনেমা–সিরিজ দেখছেন দর্শকেরা?

ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন চলচ্চিত্রের তথ্যভান্ডার। এখান থেকে জানা যায় বিশ্বের কোন সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ বেশি। আইএমডিবি নিয়মিত সপ্তাহের জনপ্রিয়তায় থাকা সিনেমার তালিকা তৈরি করে। আসুন জেনে নিই এই সপ্তাহের সেরা পাঁচ সিনেমার তালিকায় কোন সিনেমাগুলো রয়েছে।
রূপকথার গল্প নিয়ে আলোচিত সিনেমা ‘উইকড’ এই তালিকায় শীর্ষ রয়েছে। সিনেমাটির রেটিং ৮.১। এটি ৮২তম গোল্ডেন গ্লোবেও সেরা সিনেমা হিসেবে মনোনয়ন পেয়েছে।
ছবি: আইএমডিবি
টিভি সিরিজ ‘আর্কেন’–এর আইএমডিবি রেটিং ৯.১। নভেম্বরে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের এই অ্যানিমেশন সিরিজটি এখনো ভক্তদের কাছে আগ্রহের হয়ে উঠছে। ইতিমধ্য সিরিজটি আইএমডিবিতে সাড়ে তিন লাখ ভোট পেয়েছে।
এ বছরের সেরা সিরিজের তালিকায় আগেই জায়গা করে নিয়েছেন ‘দ্য পেঙ্গুইন’। ৮.৭ নিয়ে সিরিজটি শীর্ষ ৩ নম্বরে রয়েছে।
মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে ‘মোয়ানা-২’ অ্যানিমেশন সিনেমা। বক্স অফিসেও রেকর্ড গড়েছে। সিনেমাটি ৭.১ রেটিং নিয়ে জনপ্রিয়তার শীর্ষে ৪ নম্বরে রয়েছে।
হিউ জ্যাকম্যান ফিরেছেন ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমা দিয়ে। মার্ভেলের এই সিনেমাটি রেটিং ৭.৭। সিনেমা জনপ্রিয়তায় এই সপ্তাহে শীর্ষ ৫ নম্বরে রয়েছে।