চলতি বছর নারী অধিকার নিয়ে অনেকবারই সোচ্চার হতে দেখা গেছে মডেল ও অভিনেত্রী এমিলি রাতাজকাওস্কিকে। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনময় ছবি দিয়ে তরুণীদের ‘পথভ্রষ্ট’ করছেন তিনি। অভিযোগ উঠেছে, এমিলির ছবি দেখে অনেক তরুণী তাঁর মতো ‘পারফেক্ট’ শরীর পেতে মরিয়া হয়ে উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে এমিলি জানিয়েছেন, তিনি ইনস্টাগ্রামে খোলামেলা ছবি দেওয়া বন্ধ করবেন না।
কিছুদিন আগেই দেওয়া এক সাক্ষাৎকারে, সামাজিক যোগাযোগমাধ্যমকে ‘বিষাক্ত’ বলেছিলেন এমিলি। তবে কেন নিজেই সেই মাধ্যমে নিয়মিত ছবি দেন? উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবির ওপর তাঁর নিয়ন্ত্রণ থাকে। এ জন্যই তিনি ইনস্টাগ্রাম ছাড়েননি।
ইনস্টাগ্রামে নিয়মিতই আবেদনময় ছবি পোস্ট করেন এমিলি। তাঁর ছবি নতুন প্রজন্মকে ভুল বার্তা দিচ্ছে, এমন অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। হারপার বাজার সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে এমিলি বলেন, ‘কেউ যদি আমার আবেদনময় ছবি দেখে সৌন্দর্যের মান নির্ধারণ করেন, তবে বিষয়টি কঠিন।’
এমিলি স্বীকার করেন, তরুণ প্রজন্মের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব এড়ানো কঠিন। তবে তিনি উল্টো প্রশ্ন ছুড়ে দেন, ‘আমি আবেদনময় ছবি পোস্ট না করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি ছবি না দিলে দুনিয়া বদলে যাবে?’
অনেকে অভিযোগ করেছেন, এমিলি নিজের বই ‘মাই বডি’র বিক্রি বাড়াতেই আবেদনময় ছবি পোস্ট করেন। এ অভিযোগও অস্বীকার করেছেন এই মডেল ও অভিনেত্রী। এমিলি বলেন, ‘আমার মনে হয় না এভাবে বই বিক্রি বাড়ানো যায়। বিষয়টি আসলে এভাবে হয় না।’