যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে অনেক তারকার বাড়ি পুড়েছে, স্থগিত হয়েছে পুরস্কার অনুষ্ঠান। এর মধ্যেই জানা গেছে জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়েন ব্রডিসহ অনেক তারকার বাড়ি। এবার জানা গেল, ‘লস্ট ইন ট্রান্সলেশন’, ‘ব্রোকব্যাক মাউন্টেন’, ‘জাস্ট ফ্রেন্ডস’ ‘স্কেয়ারি মুভি’ অভিনেত্রী আনা ফারিসের খবর।
চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টারকে আনা ফারিসের মুখপাত্র জানিয়েছেন, প্যাসিফিক প্যালিসেডসে অভিনেত্রীর বাড়িটি দাবানলে পুড়ে গেছে।
তবে অভিনেত্রী ও তাঁর পরিবারের সদস্যরা আগেই বাড়ি থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন। এখন ফারিস ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপদে আছেন বলেও জানান ওই মুখপাত্র।
আনা ফারিস মূলত কমেডি সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত। ১৯৯৬ সালে ‘ইডেন’ দিয়ে অভিষেক। তবে তিনি পরিচিতি পান ‘স্কেয়ারি মুভি’ ফ্র্যাঞ্চাইজি দিয়ে।
গত বছর চলচ্চিত্র ‘মাই স্পাই: দ্য ইটারনাল সিটি’ ও টিভি সিরিজ ‘ইটস ফ্লোরিডা, ম্যান’-এ সবশেষ দেখা যায় অভিনেত্রীকে।
অভিনয় ছাড়াও ইদানীং নিজের পডকাস্ট নিয়ে ব্যস্ত আনা ফারিস। ‘আনকোয়ালিফায়েড’ নামে তাঁর কমেডি পডকাস্টটি ভক্ত-অনুসারীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।