৫০ শীর্ষ ধনীর মধ্যে এই ৬ তারকার আয় কীভাবে সমান হলো

কিছুদিন আগেই প্রকাশিত হয় বিশ্বের শীর্ষ ধনী তারকাদের তালিকা। এ তালিকার কয়েকজনের মধ্যে রয়েছে বিশেষ একটি মিল। ছবিতে দেখে নিতে পারেন ২৫০ মিলিয়ন ডলার আয় করা ৬ তারকার আয়ের হিসাব। (পর্ব-২)
কেভিন কসনারের একাধিক সিনেমা বক্স অফিসে সাফল্য পেয়েছে। পারিশ্রমিকও নেন কয়েক মিলিয়ন ডলার। তাঁর নিজস্ব প্রোডাকশন কোম্পানি রয়েছে। অভিনয়, পরিচালনা ও লিখে তাঁর সব মিলিয়ে আয় ২৫০ মিলিয়ন ডলার। তিনি এ তালিকায় ৪১তম অবস্থানে রয়েছেন।
ছবি: আইএমডিবি
মিশেল ফাইফার হলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন। সিনেমায় অভিনয় করলেও তিনি মডেলিং ও ফ্যাশন হাউসগুলোর প্রতিনিধিত্ব করে সবচেয়ে বেশি টাকা আয় করেন। তিনি শীর্ষ ধনী তারকাদের তালিকায় ৪২ নম্বরে রয়েছেন।
ছবি: আইএমডিবি
অভিনয় থেকেই সবচেয়ে বেশি টাকা আয় করেন মর্গান ফ্রিম্যান। ঝুলিতে রয়েছে অস্কার পুরস্কারও। সিনেমা ও তথ্যচিত্রে কণ্ঠ দিতেও তাঁকে দেখা গেছে। সেখানে থেকেও আয় করেন। সব মিলিয়ে তাঁরও সম্পদের পরিমাণ ২৫০ মিলিয়ন ডলার।
ছবি: আইএমডিবি
৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন স্যান্ড্রা বুল্ক। পুরস্কার পেয়েছেন অনেক। কমেডি, বৈজ্ঞানিক কল্পকাহিনি ও ড্রামা সিনেমায় তাঁকে দেখা যায়। তবে আলাদাভাবে তিনি কমেডি অভিনয়ের জন্য সমাদৃত। তিনি ২৫০ মিলিয়ন ডলার আয় করে শীর্ষ ধনীদের তালিকায় ৪৪ নম্বরে রয়েছেন।
সর্বাধিক পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম নিকোল কিডম্যান। অভিনয় থেকেই তাঁর আয় সর্বাধিক। তবে পণ্যের প্রসারেও তিনি বিপুল অর্থ আয় করেন। তিনিও ২৫০ মিলিয়ন ডলারের মালিক। অভিনয়ের বাইরে তিনি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করেন।
তাঁর সব কটি সিনেমার আয় ২৭ বিলিয়ন ডলারের বেশি। পরিচালক কুয়েন্টিন টারান্টিনোর সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তিনি স্যামুয়েল এল জ্যাকসন। সিনেমা থেকে সর্বাধিক আয় আসে তাঁর। তিনিও ২৫০ মিলিয়ন ডলারের মালিক।