অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্লানচেট ফিরছেন মঞ্চনাটকে। লন্ডনের বার্বিক্যান মঞ্চে তাঁকে অভিনয় করতে দেখা যাবে। জানা যায়, আন্তন চেখভের ‘দ্য সিগাল’–এর ‘আর্কাদিনা’ চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় এই অভিনেত্রী। ছয় সপ্তাহ ধরে চলবে এই মঞ্চায়ন। নাটকটির মঞ্চায়ন শুরু হবে আগামী বছর ফেব্রুয়ারিতে। পরিচালক থমাস অস্টারমিয়ার বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।
এবারই মঞ্চনাটকে প্রথম নন এই অভিনেত্রী। এর আগে ২০১২ সালে কেট ব্লানচেটকে দেখা গিয়েছিল ‘বিগ অ্যান্ড স্মল’ নামের একটি মঞ্চনাটকে। পরে ২০১৯ সালে লন্ডনে ‘হোয়েন উই হ্যাভ সাফিশিয়েন্টলি টর্চাড ইচ আদার’ নামে। কোভিডের আগে লন্ডনের জাতীয় থিয়েটারে মঞ্চায়ন হয় এটি। পরে আর কোনো মঞ্চনাটকে দেখা যায়নি কেটকে। বিবিসির সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, মঞ্চে তাঁর কাজের খুবই আগ্রহ। সুযোগ সময় পেলে শিগগির ফেরার কথা ভক্তদের শুনিয়েছিলেন। সেই ফেরা হলো প্রায় পাঁচ বছর পরে।
নির্দেশক থমাস বলেন, ‘আমি কয়েক বছর ধরে কেটের মঞ্চ অভিনয়ের ব্যাপারে আগ্রহ জানতাম। এমনকি তাঁকে মঞ্চে দেখাটা দারুণ একটি ব্যাপার। আমি খুবই উচ্ছ্বসিত, একসঙ্গে প্রথম শৈল্পিক কোনো কাজ করতে যাচ্ছি। নতুন একটি প্রজন্ম আর্কাদিনা চরিত্রের মধ্যে এই অভিনেত্রীকে আলাদা করে খুঁজবে।’
দুই বছর আগেও এই খ্যাতিমান নির্দেশক ‘দ্য সিগাল’ মঞ্চায়ন করেন। সেই সময় সিরিজ ‘গেম অব থ্রোন’ অভিনেত্রী এমিলিয়া ক্লার্ককে দেখা গিয়েছিল অভিনয়ে। এবার ‘দ্য সিগাল’–এ গুরুত্বপূর্ণ ট্রিগোরিন চরিত্রে অভিনয় করবেন টম বার্ক। সম্প্রতি টম ও কেট বিবিসির সিরিজ ‘স্ট্রাইক’ ও সিনেমা ‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’তে জুটি হন।