ট্রেলার দিয়ে নেট দুনিয়ায় ঝড় তুলল ‘অ্যাভাটার ২’

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’–এর একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

সেই কবে ‘অ্যাভাটার’ মুক্তি পেয়েছে। এরপর সিনেমাটির আরও তিন কিস্তির ঘোষণা এসেছে। কিন্তু প্রথম সিকুয়েলই মুক্তি পায়নি। ছবিটির শুটিং নিয়ে নানা ধরনের চমকপ্রদ খবর হয়েছে, কিন্তু ছবিটির মুক্তি পিছিয়েছে বারবার। অবশেষ মুক্তি পেয়েছে বহুপ্রতীক্ষিত ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’–এর ট্রেলার। মুক্তি পাওয়ার পরপরই ট্রেলারটি যেন নেট দুনিয়ায় ঝড় বইয়ে দিয়েছে। পুরো ছবিটি দেখতে তর সইছে না ‘অ্যাভাটার’–ভক্তদের।


প্রায় আড়াই মিনিটের ট্রেলারটি ২৪ ঘণ্টায় ২ কোটির বেশিবার দেখা হয়ে গেছে। পরিচালক জেমস ক্যামেরন এবার দর্শকদের পানির নিচের এক মহাজাগতিক দুনিয়া দেখাতে যাচ্ছেন। শোনা যাচ্ছে, ২৫০ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমার দৈর্ঘ্য হবে ৩ ঘণ্টার বেশি। এত লম্বা ছবিতে দর্শকের ধৈর্য ধরে রাখার উপাদান পরিচালক তো অবশ্যই মজুত রেখেছেন।

‘অ্যাভাটার’ মুক্তির পর ২০১০ সালেই সিনেমাটির দুটি সিকুয়েলের ঘোষণা দিয়েছিলেন পরিচালক। জানিয়েছিলেন, প্রথমটি মুক্তি পাবে ২০১৪ সালে। কিন্তু কাজ অসম্পূর্ণ থাকায় বারবার মুক্তির পরিকল্পনা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত আগামী ১৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’–এর একটি দৃশ্য

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’–এ প্রথম কিস্তির স্যাম ওয়ার্থিংটন, জোই সালডানা, স্টিফেন ল্যাংদের সঙ্গে এবার যুক্ত হয়েছেন কেট উইন্সলেট, ক্লিফ কার্টিস প্রমুখ।

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’–এর একটি দৃশ্য

২ ঘণ্টা ৪০ মিনিট  দৈর্ঘ্যের ‘অ্যাভাটার’ তখন ২ দশমিক ৭৮৮ বিলিয়ন ডলার আয় করে বিশ্বের সর্বোচ্চ আয়কারী সিনেমায় নাম লেখায়। ছবিটি ২০১৯ সাল পর্যন্ত সেই প্রথম স্থান ধরে রেখেছিল।