হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। ফাইল ছবি: এএফপি
হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। ফাইল ছবি: এএফপি

লোপেজ-অ্যাফ্লেকের বিবাহবিচ্ছেদ হচ্ছে

কয়েক মাস ধরে চলা গুঞ্জন অবশেষে সত্যি হলো। ঘর ভাঙছে হলিউডের আলোচিত তারকা দম্পতি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের। বিয়ের মাত্র দুই বছরের মাথায় বিচ্ছেদের আবেদন করেছেন লোপেজ। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে এ আবেদন করেন তিনি। খবর ভ্যারাইটির

সরকারি নথিতে বিচ্ছেদের তারিখ ২৬ এপ্রিল হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ২০০২ সালে ‘গিগলি’ সিনেমার শুটিংয়ের সময় এই যুগলের সাক্ষাৎ। সে সময় তাঁদের প্রেম নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তাঁরা ছিলেন হলিউডের সবচেয়ে আলোচিত জুটি।

একটি ট্যাবলয়েড শিরোনাম দেওয়ার পর থেকেই তাঁরা পরিচিত পান ‘বেনিফার’ নামে। এরপর ২০০৩ সালে তাঁদের বাগদান হয়। তবে এর পরের বছর তাঁদের বাগদান ভেঙে যায়।

বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ

২০২১ সালের এপ্রিলে আবার তাঁদের প্রেমের খবর পাওয়া যায়। ২০২২ সালের ১৬ জুলাই প্রথম বাগদান ভাঙার ১৭ বছর পর গাঁটছড়া বাঁধেন বেন ও লোপেজ। বিয়ের পর লোপেজ নিজের ওয়েবসাইটে লিখেছিলেন, ‘বিয়েটা করেই ফেললাম। ভালোবাসা সুন্দর। ভালোবাসা উদার। ২০ বছর পর আমাদের ভালোবাসা পরিণতি পেল।’ বিয়ের পর একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত লোপেজ ও বেনকে। সর্বশেষ চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত গোল্ডেন গ্লোবে পাওয়া যায় তাঁদের। এর পর থেকেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন রটে। যদিও সেটা বরাবরই অস্বীকার করেছেন লোপেজ।

জেনিফার লোপেজ ও অভিনেতা, পরিচালক বেন অ্যাফ্লেকের প্রথম দেখা ২০০১ সালের ডিসেম্বরে, ‘জিগলি’ সিনেমার সেটে। এখানে তাঁরা দুজনই দুর্ধর্ষ সন্ত্রাসীর ভূমিকায় অভিনয় করেন। আর সিনেমা শেষে দুজন হয়ে যান ‘ভালো বন্ধু’।

কিছুদিন আগেই পূর্বনির্ধারিত গ্রীষ্মকালীন কনসার্টগুলো বাতিল করেন লোপেজ। তখনই চাউর হয় সম্পর্ক নিয়ে জটিলতার কারণেই কনসার্ট বাতিল করেছেন তিনি। যদিও বিবৃতিতে লোপেজ বলেছিলেন, পরিবারকে সময় দিতে সিদ্ধান্ত নিয়েছেন তিনি।২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের দুই সন্তান আছে। বেন অ্যাফ্লেকের সঙ্গে এটি লোপেজের চতুর্থ বিয়ে।অন্যদিকে ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন। ২০১৮ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বেন ও গার্নার জুটির তিনটি সন্তান আছে।