গ্র্যান্ড থেফট অটোর ভক্তদের অপেক্ষা ফুরাচ্ছে। জনপ্রিয় ভিডিও গেমস সিরিজের সর্বশেষ কিস্তি এসেছিল এক যুগের বেশি সময় আগে। এর পরে ভক্তদের তুমুল আগ্রহ ছিল গেমটি নিয়ে। গত বছর ফেব্রুয়ারিতে শোনা গিয়েছিল গেমটি মুক্তি পাবে। অবশেষে এক যুগের বেশি সময় পরে মুক্তি পেল গেমটির ট্রেলার। তবে বিবিসি জানিয়েছে, অনলাইনে ফাঁস হওয়ার নির্ধারিত সময়ের আগে এসেছে ট্রেলারটি।
গতকাল মুক্তি পেয়েছে গ্র্যান্ড থেফট অটো-৬ (জিটিএ-৬) এর ট্রেলার। মুক্তির পর এক দিনের মধ্যে ৮ মিলিয়ন দর্শক এটি দেখেছেন। জায়গা করে নিয়েছেন ইউটিউব ট্রেন্ডিংয়ে। এর মধ্যেই ট্রেলার দেখা হয়েছে ১৭ মিলিয়নবার। তবে এবার ট্রেলারে সবচেয়ে বেশি চমক রয়েছে চরিত্র নিয়ে। গেমটিতে এবার প্রধান চরিত্র নারী। লুসিয়া নামের এক নারীকে নিয়েই এগোবে গেমসের ষষ্ঠ কিস্তি। এ ছাড়া গেমটি নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ২০২৫ সালের ৩১ মার্চ এটি মুক্তি পাবে। এটি নিয়ে আসছে রকস্টার গেমস। গ্র্যান্ড থেফট অটো প্রথম বাজারে আসে ১৯৯৭ সালে।
গ্র্যান্ড থেফট অটো মূলত যানবাহন–সংক্রান্ত অপরাধ নিয়ে গেমস। এই সিরিজের গেমগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর কেন্দ্র করে বানানো হয়েছে।
গ্র্যান্ড থেফট অটো সারা দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় গেমস সিরিজের অন্যতম। বাণিজ্যিক সাফল্যের বিচারেও এটি শীর্ষ গেমগুলোর একটি। গেমস সিরিজটি এ পর্যন্ত সারা দুনিয়া থেকে ৮ বিলিয়নের বেশি আয় করেছে। অনেক জনপ্রিয় তারকা এই সিরিজে কণ্ঠ দিয়েছেন।