ওপেনহেইমার–এর দৃশ্য
ওপেনহেইমার–এর দৃশ্য

মিলিয়ে নিন অস্কার

এই লেখা যতক্ষণে পড়বেন, ততক্ষণে হয়তো একাডেমি অ্যাওয়ার্ডস ঘোষণা হয়ে গেছে। কোন তারকার হাতে কোন পুরস্কার উঠল, তা–ও প্রায় পরিষ্কার। কিংবা অনুষ্ঠান চলছে। তবে অস্কার প্রদানের আগে কে কোন পুরস্কার পেতে পারেন, পূর্বানুমান করে সেটার একটা তালিকা প্রকাশ করে ভ্যারাইটিসহ বিভিন্ন গণমাধ্যম। অনুমানরনির্ভর সেই তালিকা থেকে মিলিয়ে নিন অস্কার।

‘ওপেনহেইমার’ নির্মাতা ক্রিস্টোফার নোলান। এএফপি

সেরা ছবি
ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’ অস্কারে সেরা সিনেমা হবে, এমন অনুমান করেছে প্রায় সব গণমাধ্যমই। অস্কারে সর্বোচ্চ মনোনয়নও পেয়েছে আণবিক বোমার জনক রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত সিনেমাটি। এর মধ্যেই আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট অ্যাওয়ার্ডস, বাফটা, ক্রিটিকস চয়েজ মুভি অ্যাওয়ার্ডস, ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডস, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা ছবি হয়ে অস্কার পাওয়ার দৌড়ে অনেকখানি এগিয়ে গেছে সিনেমাটি।

চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি মনে করে, ‘ওপেনহেইমার’ ছাড়া এবার ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ও সেরা ছবি হতে পারত। তবে তাদের বিবেচনায় অস্কারে সেরা ছবি হওয়ার সবচেয়ে বড় দাবিদার ‘আমেরিকান ফিকশন’। এ ছাড়া গণমাধ্যমটি আরও মনে করে, ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’ সেরা ছবিতে অবশ্যই মনোনীত হতে পারত।

সেরা নির্মাতা
ব্যবসায়িক সাফল্য ও সমালোচকদের প্রশংসা জুটলেও ক্রিস্টোফার নোলানের পুরস্কারভাগ্য খুব একটা ভালো নয়। এখনো অস্কার পাননি, তবে এবার মনে হয় অস্কার-খরা কেটে যাবে তাঁর। সেরা পরিচালক বিভাগে মার্টিন স্করসেজি, জাস্টিন ত্রিয়েত, জোনাথন গ্লেজার, ইয়োর্গস লান্থিমোসের মতো শক্ত প্রতিদ্বন্দ্বী থাকলেও বেশির ভাগ বিশ্লেষক মনে করছেন, পুরস্কারটি শেষ পর্যন্ত ব্রিটিশ নির্মাতা নোলানই জিতবেন। তবে তাঁরা এ–ও মনে করেন যে এবারের পুরস্কার আসলে ‘দ্য জোন অব ইন্টারেস্ট’–এর নির্মাতা জোনাথন গ্লেজারেরই প্রাপ্য।

সেরা অভিনেতা
‘ওপেনহেইমার’-এর কল্যাণে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন কিলিয়ান মার্ফি। সিনেমাটিতে রবার্ট ওপেনহেইমারের চরিত্রে অভিনয় করে নিজেকে যেন অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। মনে করা হচ্ছে বাফটা, গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসের পর অস্কারেও সেরা অভিনেতা হবেন তিনি। তবে ভ্যারাইটি মনে করে, এই পুরস্কারের সবচেয়ে বেশি প্রাপ্য ‘রাস্তিন’ অভিনেতা কোলম্যান ডোমিঙ্গের।

সেরা অভিনেত্রী
এবার সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন পাঁচজন—অ্যানেট বেনিং, লিলি গ্লাডস্টোন, সান্দ্রা হলার, ক্যারি মুলিগান ও এমা স্টোন। বিশ্লেষকেরা মনে করেছেন, এই বিভাগে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে ভ্যারাইটির বিচারে শেষ পর্যন্ত পুরস্কার পাবেন ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ অভিনেত্রী লিলি গ্লাডস্টোন।

লিলি গ্লাডস্টোন। এএফপি

তবে ‘পুওর থিংস’-এর জন্য এমা স্টোন পুরস্কার জিততে পারেন, এমন মতও দিয়েছে সংবাদমাধ্যমটি। তবে অন্যদের চেয়ে লিলিরই পুরস্কারটি বেশি প্রাপ্য, লিখেছে ভ্যারাইটি।

সেরা আন্তর্জাতিক সিনেমা
নিউইয়র্ক–ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ন্যাশনাল বোর্ড অব রিভিউয়ের মত, গত বছরের অন্যতম সেরা সিনেমা ‘দ্য জোন অব ইন্টারেস্ট’। যুক্তরাজ্য ও পোল্যান্ডের যৌথ প্রযোজনায় সিনেমাটি বানিয়েছেন জোনাথন গ্লেজার। ভ্যারাইটি মনে করে, এটিই চলতি বছরের সেরা আন্তর্জাতিক সিনেমা হওয়ার সবচেয়ে বড় দাবিদার এবং শেষ পর্যন্ত পুরস্কারও জিতবে। গত বছর কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর গ্রাঁ প্রিঁ ও ফিপরোস্কি পুরস্কার জেতে সিনেমাটি।

‘দ্য জোন অব ইন্টারেস্ট’–এর দৃশ্য। আইএমডিবি

সেরা পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র
গত বছর অনেকগুলো তথ্যচিত্র নিয়ে আলোচনা হয়েছে। তবে মনে করা হচ্ছে যে শেষ পর্যন্ত পুরস্কার জিতবে ‘টোয়েন্টি ডেজ ইন মারিওপোল’। ইউক্রেনের রাশিয়ার হামলা নিয়ে তথ্যচিত্রটি বানিয়েছেন মিস্তসলভ চেরনভ। এর আগে গত বছর প্রিমিয়ারের পর সানডান্স উৎসবের তথ্যচিত্র শাখায় পুরস্কার জিতেছিল এটি।