রেটিংয়ে গড়পড়তা হলেও ‘জোকার ২’ সেরার তালিকায়

ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন চলচ্চিত্রের তথ্যভান্ডার। এখান থেকে জানা যায় বিশ্বের কোনো সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ বেশি। আইএমডিবি নিয়মিত সপ্তাহের জনপ্রিয়তায় থাকা সিনেমার তালিকা তৈরি করে। এই সপ্তাহের সেরা ৫ সিনেমার তালিকায় রয়েছে চমক। দেখে নিতে পারেন একনজরে।
গত মাসে মুক্তি পাওয়া আলোচিত মিনি সিরিজ ‘দ্য পেঙ্গুইন’। গ্যাংস্টার, ক্রাইম ঘরানার টিভি সিরিজটি আইএমডিবির টপ রেটেড টিভি সিরিজের তালিকায় জায়গা করে নিয়েছে। বিশ্বের সেরা ২৫০ টিভি সিরিজের মধ্যে এর অবস্থান ৭৭তম। এর রেটিং ৮.৮।
 ছবি: আইএমডিবি
ডার্ক কমেডি ও হরর ঘরানার সিনেমা ‘টেরিফায়ার-৩’ আলোচনায় ২ নম্বরে রয়েছে। সিনেমাটির রেটিং ৬.৯। ভৌতিক আবহের কারণে হ্যালোইনের আগে দর্শকেরা সিনেমাটি পছন্দ করেছেন। ১১ অক্টোবর সিনেমাটি মুক্তি পায়।
আরেক সাইকোলজিক্যাল হরর সিনেমা ‘দ্য সাবস্ট্যান্স’ দর্শকদের পছন্দের তালিকায় ৩ নম্বরে রয়েছে। বিবর্ণ এক তারকার গল্প নিয়েই সিনেমাটি। এর আইএমডিবি রেটিং ৭.৬।
প্রাইমটাইম এমিজয়ী আরেক আলোচিত টিভি সিরিজ ‘মনস্টার’ সেপ্টেম্বর থেকে আলোচনায় রয়েছে। অ্যান্থলজি এই সিরিজের রেটিং ৭.৮। প্রায় দুই লাখ দর্শক এটিকে ভোট দিয়েছেন। সন্তানের হাতে মা–বাবার খুন হওয়ার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি।
৫. আশানুরূপ সাড়া জাগাতে পারেনি টড ফিলিপসের তারকাবহুল আলোচিত সিনেমার সিকুয়েল ‘জোকার ২’। ট্রেলার আলোচনায় এলেও সিনেমাটি দর্শকদের মনঃপূত হয়নি। আয়ও কম। তবু দর্শকেরা সিনেমাটি দেখছেন। আইএমডিবির তালিকায় মুক্তির পর থেকে শীর্ষ ১০–এ জায়গা ধরে রেখেছে