বাবাই অস্কারজয়ী এই অভিনেতাকে মাদকের সঙ্গে পরিচয় করিয়ে দেন!

অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রের আজ জন্মদিন। ৫৯ বছরে পা দিলেন এই হলিউড তারকা। ক্যারিয়ারের শুরু থেকে নানা বৈচিত্র্যপূর্ণ ঘটনার মুখোমুখি হতে হয়েছে এই তারকাকে। বিশেষ এই দিনে অভিনেতার জানা-অজানা গল্প দেখুন ছবিতে।
প্রথম ১৯৯৩ সালে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন। পরে ২০০৯ সালে আবারও মনোনয়ন পান। তবুও ঝুলিতে অস্কার আসেনি। সর্বশেষ তৃতীয়বারের মতো ‘ওপেনহাইমার’ সিনেমায় পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার মনোনয়ন পেয়ে ৩১ বছর পরে অস্কার জয় করেন এই অভিনেতা।
ছবি: আইএমডিবি
মার্ভেল কমিকসের চরিত্র ‘আয়রন ম্যান’ চরিত্রের প্রতি ভালোবাসা সেই শৈশব থেকে। পরে তিনি নিজেই এই সিনেমায় অভিনয় করে তুমুল আলোচনায় তৈরি করেন।
তার নামে বেশ কিছু অপরাধের থাকায় ‘আয়রন ম্যান’ সিনেমায় প্রচারে বিভিন্ন দেশে যাওয়ার সময় বাধার মুখে পড়েন। যেমন তখন তিনি জাপান যাওয়ার অনুমতি পাননি।
শৈশবটা তাঁর ভালো কাটেনি। মাত্র ৮ বছর বয়সে এই অভিনেতার বাবা তাঁকে মাদকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরবর্তী সময়ে অস্কারজয়ী এই অভিনেতা মাদকে আসক্ত হন
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নেশায় আসক্ত হলেও অভিনয়ে তিনি সব সময়ই মনোযোগী ছিলেন
একবার পুনর্বাসনকেন্দ্র থেকে ছুটি নিয়ে মিউজিক ভিডিও শুটিং করেছিলেন
মাত্র পাঁচ বছর বয়সে তিনি অভিনয় শুরু করেন। বিলিয়ন ডলার আয় করা একাধিক সিনেমার তারকা। এসব উল্লেখযোগ্য সিনেমার মধ্যে, ‘অ্যাভেঞ্জার্স: অ্যান্ড গেমস’, ‘শার্লক হোমস’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়্যার’, ‘স্পাইডার–ম্যান: হোম কামিং’ ইত্যাদি
তিনি ‘আয়রন ম্যান’ সিনেমার প্রথম কিস্তির জন্য পারিশ্রমিক নিয়েছিলেন পাঁচ লাখ ডলার। পরে দ্বিতীয় কিস্তির জন্য পারিশ্রমিক নেন ১০ মিলিয়ন ডলার। ২০১২ সালে তিনি ‘দ্য অ্যাভেঞ্জার্স’ সিনেমার জন্য ৫০ মিলিয়ন ডলার পারিশ্রমিক নেন। সেটাই ছিল সেই সময়ে সবচেয়ে বেশি পারিশ্রমিক