৩ লাখ ডলার থেকে পারিশ্রমিক ২ কোটি ডলার

শৈশব থেকেই অভিনয় পছন্দ। পড়াশোনা শেষ করে চলে যান লস অ্যাঞ্জেলসে। শুরুতে ভেবেছিলেন অভিনয় নয় অন্য কিছু করে টিকে থাকবেন। পরে ‘ওক উডসে’ থাকার সময় কয়েকজন অভিনেতার সঙ্গে কথা হয়। তারাই তাকে অভিনয়ের দিকে নতুন করে আগ্রহী করে তোলেন। সেই অভিনেতা এখন হলিউডের জনপ্রিয় অভিনেতাদের একজন। কোটি টাকার বেশি পারিশ্রমিক নেন। একনজরে দেখে নিতে পারেন কীভাবে পারিশ্রমিক বাড়িয়েছিলেন।
ক্রিস ইভান্স ক্যারিয়ার শুরুর পর সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০১১ সালে মুক্তি পাওয়া ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফাস্ট অ্যাভেঞ্জার’ সিনেমার জন্য। এই সিনেমার জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন ৩ লাখ ডলার।
ছবি: আইএমডিবি
পরের বছর ‘দ্য অ্যাভেঞ্জারস’ সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়ে ২০ লাখ ডলার করেন। বাড়তে থাকে জনপ্রিয়তা। বাড়তে থাকে পারিশ্রমিক।
পরবর্তী বছরগুলোতেও বাড়তেই থাকে এই পারিশ্রমিক। ২০১৪ সালে নাম লেখান ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার’ সিনেমায়। এই সিনেমার জন্য ৩২ লাখ টাকা পারশ্রমিক নিয়েছিলেন।
পরের বছর দ্বিগুণের বেশি পারিশ্রমিক বাড়ান এই তারকা। ‘অ্যাভেঞ্জারস: এজ অব অল্ট্রা’। সিনেমার জন্য পারিশ্রমিক হাকান দেড় কোটি ডলার। পরবর্তী সময় ২০২২ সাল পর্যন্ত দেড় কোটি ডলার পারিশ্রমিক নেন।
‘ক্যাপ্টেন আমেরিকা, অ্যাভেঞ্জারস’, ‘দ্য গ্রে ম্যান’ সিনেমার জন্য দেড় কোটি রুপি পারিশ্রমিক নেন। পরে তিনি আরও ৫০ লাখ ডলার পারিশ্রমিক বাড়ান। বর্তমানে প্রতি সিনেমা থেকে তাঁর আয় ২ কোটি ডলার।