আমার ক্যারিয়ারের জন্য মূল অনুপ্রেরণা আকিরা কুরোসাওয়া: স্পাইক লি

স্পাইক লি ও আকিরা কুরোসাওয়া। ছবি: আইএমডিবি
স্পাইক লি ও আকিরা কুরোসাওয়া। ছবি: আইএমডিবি

অস্কারজয়ী পরিচালক স্পাইক লি ক্যারিয়ারের পরবর্তী সিনেমার ঘোষণা দিয়েছেন। সেই সিনেমায় অভিনয় করবেন ডেনজেল ওয়াশিংটন। মঙ্গলবার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে নতুন সিনেমা ‘হায়েস্ট টু লোয়েস্ট’ নিয়ে নতুন খবর জানালেন। সৌদি আরবের এই উৎসবের প্রতিযোগিতা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পাইক লি।

ঘোষণায় এই পরিচালক জানান, তাঁর পরবর্তী সিনেমাটি জাপানের বিখ্যাত পরিচালক আকিরা কুরোসাওয়ার ক্রাইম থ্রিলার সিনেমা ‘হাই অ্যান্ড লো’ এর অনুপ্রেরণায় নির্মাণ করতে যাচ্ছেন। এ সময়ে তিনি বলেন, ‘কুরোসাওয়া আমার ক্যারিয়ারের মূল অনুপ্রেরণা। তাঁর সিনেমাগুলো একাধিকবার আমাকে ভাবিয়েছে। ক্যারিয়ারের শুরু থেকে আমি তাঁর সিনেমার অনুপ্রেরণায় কাজ করেছি।’

আকিরা কুরোসাওয়া

আকিরার বিখ্যাত সিনেমা ‘রশোমন’। এই সিনেমার কথা তুলে ধরেন স্পাইক লি। ‘শুধু হলিউড নয়, বিশ্ব সিনেমাকে পরিচিতি করানোর ক্ষেত্রে “রশোমন”–এর গঠন আমাকে অনুপ্রাণিত করেছে। পরে সেই গল্পের অনুপ্রেরণায় সিনেমা বানিয়েছি।’ এ সময় সিনেমাটি সম্পর্কে তিনি আরও বলেন, ‘একটি ধর্ষণের ঘটনায় তিন সাক্ষী আলাদা মতামত দেন। কী ঘটেছিল সেটি নিয়ে। সেই গল্পের অনুপ্রেরণায় “শি হ্যাজ গোটা হ্যাভ ইট” নির্মাণ করি। মূলত ক্যারিয়ারের শুরু থেকেই আমি কুরোসাওয়া দ্বারা অনুপ্রাণিত।’

বিশ্বখ্যাত নির্মাতা স্পাইক লি

সিনেমাটি দিয়ে পঞ্চম বারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ডেনজেল ওয়াশিংটন ও স্পাইক লি জুটি। ১৮ বছর আগে প্রথম তারা ‘ইনসাইড ম্যান’ সিনেমায় কাজ করেন। এই পরিচালকের কথায়, ‘আমাদের এই জুটি ডায়নামিক।’

ডেনজেল ওয়াশিংটন ও স্পাইক লি। ছবি: আইএমডিবি

এদিকে শোনা যাচ্ছে ডেনজেল ওয়াশিংটন সিনেমা থেকে বিরতি নিতে যাচ্ছে। এই সময় নিজের অবসরের প্রসঙ্গ টেনে স্পাইক লি বলেন, ‘কুরোসাওয়া সিনেমা থেকে বিদায় নিয়েছিলেন ৮১ বছর বয়সে। যখন তিনি শেষ সিনেমা বানান। সেই হিসেবে আমারও বিরতি নেওয়া অল্প সময় বাকি আছে (হাসি)।’