সাড়া জাগানো সিনেমা ‘পাল্প ফিকশন’ মুক্তির তিন দশক পার করল। সিনেমার অন্যতম অভিনেতা জন ট্রাভোল্টা অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন। তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ভ্যারাইটিতে জানিয়েছেন, সিনেমাটি নিয়ে তাঁদের প্রত্যাশা একদমই ছিল না। সেই সিনেমা অস্কার পাবে ভাবেননি। পরে অস্কার পেয়ে চমকে দেয় ভক্তদের। সিনেমাটির জানা–অজানা তথ্য জেনে নিতে পারেন।