শরীরে এক শ ট্যাটু, সাইরাসের ট্যাটুতে কার ছবি, কী লেখা

যেন ট্যাটুর বিশাল এক ‘সংগ্রহ’ নিয়ে ঘুরে বেড়ান অভিনেত্রী ও গায়িকা মাইলি সাইরাস। গ্র্যামিজয়ী এই তারকার হাতে, পায়ে, কানে, মুখে, ঘাড়ে, পিঠেসহ শরীরের প্রায় সব জায়গায় ট্যাটু রয়েছে। ২০০৯ সালে শরীরে প্রথম ট্যাটু করা শুরু করেন। তার পর থেকে আর থামেননি। বিভিন্ন সময় এই জনপ্রিয় তারকা জানিয়েছেন, প্রায় শতাধিক ট্যাটু রয়েছে তাঁর সঙ্গে। তাঁর মতে, এসব নিছক কোনো ট্যাটু নয়। এর পেছনে রয়েছে প্রতিবাদ, ভালোবাসা, স্বাধীনতাসহ নানা প্রতীকী চিত্র। আজ এই তারকার জন্মদিন। পছন্দের তারকার বিশেষ দিনে ছবিতে দেখে নিতে পারেন ট্যাটুতে কী লিখেছেন তিনি।
একাকী জীবনের স্বাধীনতা উপভোগ করার কথা প্রায়ই জানান এই গায়িকা। এর আগে স্বাধীনতা লেখা ট্যাটু করে সেটা ভক্তদের জানিয়ে দেন। হাতে লেখা, ‘ফ্রিডম’। এমন শিরোনামে তাঁর গানও আছে।
ছবি: ইনস্টাগ্রাম
জাপানের গায়িকা ইয়োকো ওনোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন সাইরাস। সেটা ট্যাটুতে লিখেছিলেন, ‘আই অ্যাম প্রাউড অব ইউ ইয়োকো।’ সেটাই ভক্তদের দেখাচ্ছেন তিনি।
ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ২১৪ মিলিয়ন। সেখানে হঠাৎ ছবিটি প্রকাশ করে। সেখানে লেখা ৯২। পরে জানা যায়, তাঁর শরীরে ট্যাটুসংখ্যা ৯২।
প্রেম–ভালোবাসা নিয়ে নানা বিতর্কের জন্ম দেওয়া এই গায়িকা হঠাৎই শরীরে গোলাপ ফুলের ট্যাটু করান। তাহলে কি প্রেমে পড়েছিলেন, সেটা? সেই সময়ে জানা না গেলেও ‘রোজ’ শিরোনামে একটি গানের জন্যই এই ট্যাটু।
একটি বাচ্চা কুকুরকে দত্তক হিসেবে নিয়েছিলেন। সেই কুকুরের নাম ছিল ইমো। তাঁর ছবি ট্যাটু করেছিলেন। এটি বেশি দিন তার সঙ্গে ছিল না।
দাদিকে তিনি ভীষণ ভালোবাসেন। যে কারণে হাতে দাদির ট্যাটুও করেছেন।
তারকারার অদ্ভুত কত কিছুই না করেন। সাইরাসও একবার কানে ভালোবাসার ট্যাটু করেছিলেন। যেখানে লেখা ‘লাভ’। এটি প্রায় এক যুগ আগের ট্যাটু।
একবার তিনি প্রকাশ করেছিলেন তাঁর ডান হাতেই রয়েছে ৯টি ট্যাটু। হৃদয়সহ অনেক কিছুই ট্যাটু করেছিলেন।
এই গায়িকা আলোচিত এই ট্যাটুর নাম দিয়েছিলেন ‘ড্রিম ক্যাচার ট্যাটু’। এর মধ্য দিয়ে তিনি চার ভাই ও বোনদের কথা জানিয়েছিলেন ভক্তদের।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট টেডি রুজভেল্ট তরুণদের সাহসিকতা নিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন। তরুণেরা ভীরু নয়, সাহসী হয়ে এগিয়ে যাবে—সেই উজ্জীবিত করার লাইনগুলো ট্যাটু করেছিলেন এই গায়িকা।
বেশির ভাগ কনসার্টেই তিনি নতুন ট্যাটু নিয়ে হাজির হন। ভক্তদের চমকে দেন। এই ট্যাটুতে দেখা যায়, তিনি নোঙর ট্যাটু করেছেন। বিভিন্ন সময় এই ট্যাটু নিয়ে তাঁকে সবচেয়ে বেশি প্রশ্নের মুখোমুখি হতে হতো। জনপ্রিয় এই অভিনেত্রী ও গায়িকার আজ জন্মদিন। তিনি ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন।