‘লাপাতা লেডিস’ ছবিতে প্রতিভা রান্তা
‘লাপাতা লেডিস’ ছবিতে প্রতিভা রান্তা

বাদ পড়ল ‘লাপাতা লেডিস’, ‘বলী’ও নেই অস্কারের সংক্ষিপ্ত তালিকায়

৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে ভারত থেকে মনোনীত করা হয়েছিল আমির খান প্রযোজিত সিনেমা ‘লাপাতা লেডিস’কে। ছবিটি নিয়ে ব্যাপক প্রচার চালাচ্ছিলেন নির্মাতারা। অনেকে ভেবেছিলেন সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগের চূড়ান্ত মনোনয়নে হয়তো জায়গা করে নিতে পারবে সিনেমাটি। কিন্তু চূড়ান্ত মনোনয়নের আগে প্রকাশিত সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা পায়নি কিরণ রাও পরিচালিত ছবিটি। ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ সিনেমাটি জমা পড়েছিল বাংলাদেশ থেকে। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়নি এ ছবিও।

বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার রাতে ঘোষণা করা হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা।

‘বলী’ সিনেমার দৃশ্য। ছবি : পরিচালকের সৌজন্যে

তবে ‘লাপাতা লেডিস’ এই তালিকায় জায়গা না পেলেও ভারতীয় নির্মাতা সন্ধ্যা সুরি পরিচালিত হিন্দি ছবি ‘সন্তোষ’এই চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছে। যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি জমা পড়েছিল যুক্তরাজ্য থেকে।

গতকাল রাতে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ডকুমেন্টারি ফিচার, ডকুমেন্টারি শর্ট ফিল্ম, মেকআপ এবং হেয়ারস্টাইলিং, মিউজিক (মৌলিক আবহ সংগীত), মিউজিক (মৌলিক গান), অ্যানিমেটেড শর্ট ফিল্ম, লাইভ-অ্যাকশন শর্ট ফিল্মসহ অন্যান্য বিভাগে অস্কার জেতার দৌড়ে কারা থাকবেন, তারই একটা প্রাথমিক ধারণা দিল এই তালিকা।

এই তালিকায় ছয়টি মনোনয়ন পেয়েছে চলতি বছরের আলোচিত সিনেমা জ্যাক অদিয়াঁরের ‘এমিলিয়া পেরেজ’।

এমিলিয়া পেরেজ এর দৃশ্য। আইএমডিবি

সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্দে অভিনীত আরেকটি আলোচিত সিনেমা ‘উইকেড’ পেয়েছে চার মনোনয়ন।

আগামী ৮ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ২৩টি বিভাগে ভোট দিতে পারবেন একাডেমির ভোটাররা। ১৭ জানুয়ারি ঘোষণা করা হবে চূড়ান্ত মনোনয়ন। ২০২৫ সালের ২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস। এবারের অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করবেন কোনান ও’ব্রায়েন।