কিছুদিন আগেও কমলা হ্যারিসের সমাবেশে হাজির হয়েছিলেন আলোচিত র্যাপার কার্ডি বি। নিজে কমলার সমাবেশে হাজির হয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়েছেন; স্বভাবতই ডোনাল্ড ট্রাম্পের জয়ে হতাশ এই তারকা। কেবল কার্ডি বিই নন, কমলার অনেক সমর্থকই নিজেদের হতাশা, বিরক্ত আর ক্ষোভ উগরে দিয়েছেন।
‘আমি হতাশ, ঈশ্বরের দিব্যি, আমি হতাশ। তোমরা সবাই খুব বাজে, আমার থেকে দূরে থাকো।’ ট্রাম্পের জয়ের পর ইনস্টাগ্রাম লাইভে এসে বলেন কার্ডি বি।
অস্কারজয়ী অভিনেত্রী ভায়োলা ডেভিস কমলা হ্যারিসকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আমি গর্বিত এবং চিরকাল গর্বিত থাকব।’ ‘ওয়ান ট্রি হিল’ অভিনেত্রী সোফিয়া বুশও আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, ‘ট্রাম্পকে আবারও ক্ষমতায় নিয়ে আসার জন্য যুক্তরাষ্ট্রবাসীকে অভিনন্দন। কিন্তু আপনাদের বাড়ির নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। আমার হৃদয় ভেঙে গেছে।’ ট্রাম্পের সমালোচনা করে অভিনেত্রী লিলি রেইনহার্ট টুইট করেছেন, ‘ট্রাম্পের কাছে যৌন হেনস্তার শিকার হওয়া নারীদের কথা ভুলতে পারছি না।’
কমলার পরাজয়ের পর ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করেছেন অভিনেত্রী জেমি লি কার্টিস।
ট্রাম্পের কড়া সমালোচনা করে এই অস্কারজয়ী তারকা লিখেছেন, ‘অনেকের ভয়, তাদের অধিকার বাধাগ্রস্ত হবে এবং তাদের স্রেফ অস্বীকার করা হবে। সংখ্যালঘু গোষ্ঠী ও তরুণেরা ভয়ে আছে, তাদের কী হবে। আমরা জানি, অনেক নারীই তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবেন।’
তবে বিজয়ের পর ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় পডকাস্টার জো রগান, অভিনেতা-কমেডিয়ান রাসেল ব্র্যান্ডসহ অনেকে। তবে ট্রাম্পের জয়ে হতাশা প্রকাশ করা তারকার সংখ্যাই বেশি।