পুরস্কার হাতে নোলান। এএফপি
পুরস্কার হাতে নোলান। এএফপি

অস্কারের আরও কাছে নোলান

পরিচালকদের বিচারেও সেরা হয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’; গত শনিবার রাতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৭৬তম ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা পুরস্কারের আসরে সেরা সিনেমার পুরস্কার পায় এটি।

ওপেনহেইমার–এর দৃশ্য
 ছবি: আইএমডিবি

সমালোচকেরা মনে করছেন, এ পুরস্কারের মাধ্যমে নোলানের অস্কার পাওয়ার সম্ভাবনা আরও বাড়ল। খবর এএফপির

নন্দিত ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলান বারবারই ব্যবসাসফল সিনেমা উপহার দেন, সমালোচকদের কাছেও নন্দিত হয় তাঁর পরিচালিত ছবি; কিন্তু পুরস্কার খুব একটা পান না। অনেকে মনে করছেন, এবারের অস্কারে সেটা হতে যাচ্ছে।

কারণ, এর আগে ডিরেক্টরস গিল্ড অব আমেরিকায় পুরস্কার জেতা ২০ জন পরিচালক একই বছর অস্কারে সেরা নির্মাতার পুরস্কারও পেয়েছেন।

আণবিক বোমার জনক রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত সিনেমার নামভূমিকায় অভিনয় করেন কিলিয়ান মারর্ফি। এর আগে ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেও তাঁর ‘মেমেন্টো’, ‘দ্য ডার্ক নাইট’, ‘ইনসেপশন’ বা ‘ডানকার্ক’ পুরস্কার বাগাতে পারেনি।

এ ছাড়া প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য পুরস্কার জিতেছেন সেলিন সং (‘পাস্ট লাইভস’)।
তথ্যচিত্র বিভাগের পুরস্কার জিতেছে মাস্তিসলাভ চেরনভের ‘টোয়েন্টি ডেজ ইন মারিওপোল’। এ ছাড়া টেলিভিশন বিভাগে পুরস্কার জিতেছে ‘দ্য লাস্ট অব আস’, ‘দ্য বিয়ার’, ‘লেসনস ইন কেমিস্ট্রি’।