সেই ঈশান হলিউডে অভিনয় করে শাহরুখ, প্রভাসের চেয়েও এগিয়ে

ঈশান। ছবি: আইএমডিবি
Md. Monzurul Alom

এ বছর হলিউডের জনপ্রিয় সিরিজ ‘দ্য পারফেক্ট কাপল’–এ অভিনয় করে আলোচনায় আসেন ২৯ বছর বয়সের তরুণ অভিনেতা ঈশান খাট্রার। তারপরেই যেন চমকে দিল বলিউড অঙ্গনের বছর শেষের হিসাব–নিকাশ। এই তরুণ এ বছর জনপ্রিয়তার তালিকায় শাহরুখ, প্রভাসের চেয়েও এগিয়ে রয়েছেন।

বছরের শেষে ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) ভারতের সবচেয়ে জনপ্রিয় ১০ তারকার তালিকা করেছে। সেখানে পুরুষ তারকাদের মধ্যে শীর্ষে রয়েছেন ঈশান। পরেই শাহরুখ খান ও প্রভাস। এই ঈশান ২০১৭ সালে ইরানি নির্মাতার ‘বেয়ন্ড দ্য ক্লাউডস’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। তার আগে ঈশানকে বেশির ভাগ স্বল্প ব্যাপ্তির পার্শ্বচরিত্রে দেখা যেত। ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় একটি পার্টিতে তাঁকে দেখা গিয়েছিল।

শাহরুখ খান

এর আগে বেশির ভাগ সময় শাহরুখ খানকেই আলোচনার শীর্ষে থাকতে দেখা গেছে। তবে গত বছর ‘জওয়ান’ ও ‘ডানকি’র পর আন্তর্জাতিক অঙ্গনে সেই অর্থে এই বছর আলোচনায় ছিলেন না এই তারকা। তাঁর কোনো সিনেমাও মুক্তি পায়নি। বহির্বিশ্বে শাহরুখকে নিয়ে যা আলোচনা হয়েছে, সেটা লোকার্ন চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার জন্য।

অন্যদিকে বাহুবলী তারকা ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমা দিয়ে এ বছর আলোচনায় ছিলেন। সিনেমাটি বক্স অফিসেও সফল হয়। সেই তারকা প্রভাস ভারতের আলোচিত তারকাদের মধ্যে ১০–এ ১০ নম্বরে রয়েছে।

প্রভাস

এদিকে শীর্ষ ১০ তারকার মধ্যে ৭ জনই নারী। সেখানে রয়েছে চমক। আইএমডিবির জনপ্রিয় তারকার তালিকায় প্রথমেই রয়েছেন তৃপ্তি দিমরি। ‘অ্যানিমেল’ সিনেমা দিয়ে গত বছর আলোচনায় ছিলেন। এবার তিনি ‘ভুল ভুলাইয়া ৩’ দিয়ে আলোচনায় রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। চলতি বছর এই অভিনেত্রীর ‘ফাইটার’, ‘কাল্কি’ ও ‘সিংহাম অ্যাগেইন’ মুক্তি পেয়েছে।

নারী-পুরুষ মিলিয়ে জনপ্রিয়তার তালিকায় ৩ নম্বরে রয়েছেন ঈশান। পরে রয়েছেন শাহরুখ খান। ৫ নম্বরে রয়েছে সবিতা ধুলিপালা। সাহসী দৃশ্যে আলোচনায় আসা এই তারকা এবার ‘মানকি ম্যান’ সিনেমা দিয়ে আলোচনায় ছিলেন।

তৃপ্তি দিমরি। ছবি: ইনস্টাগ্রাম

হরর-কমেডি সিনেমা ‘মুনজ্যা’ দিয়ে এ বছর নতুন আলোচনায় আসেন শর্বরী। মাত্র ৩০ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করে ১৩০ কোটি রুপি। শুরুটা ‘বান্টি অউর বাবলি ২’ ফ্লপ সিনেমা দিয়ে হলেও সেই শর্বরী ‘ভেদা’, ‘মহারাজা’ দিয়ে জনপ্রিয়তায় ৬ নম্বরে রয়েছেন। কোনো সিনেমা মুক্তি না পেলেও বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনায় ছিলেন ঐশ্বরিয়া রায়। জনপ্রিয় তারকার মধ্যে তাঁর অবস্থান ৭ নম্বরে।

পরে ৮ ও ৯ নম্বরে রয়েছেন সামান্থা রুথ প্রভু ও আলিয়া ভাট। আলিয়ার অক্টোবরে ‘জিগরা’ মুক্তি পায়। অন্যদিকে ‘সিটাডেল: হানি বানি’ সিরিজ দিয়ে আলোচনায় ছিলেন সামান্থা। তালিকায় ১০ নম্বরে রয়েছেন প্রভাস।