ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন চলচ্চিত্রের তথ্যভান্ডার। এখান থেকে জানা যায় বিশ্বের কোন সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ বেশি। আইএমডিবি নিয়মিত সপ্তাহের জনপ্রিয়তায় থাকা সিনেমার তালিকা তৈরি করে। এক সপ্তাহ আগে মুক্তি পাওয়া সিরিজ ‘ফলআউট’ এই তালিকায় সবার ওপরে রয়েছে। এ ছাড়া চলতি সপ্তাহে আলোচনায় থাকা সিনেমাগুলোর খবর জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।