সেই কবে পর্দায় ‘০০৭’ চরিত্রে হাজির হয়েছিলেন পিয়ার্স ব্রসনান, এরপর কেটে গেছে দুই দশকের বেশি। তারপর তিনি আরও সিনেমা করেছেন বটে, তবে ছাড়িয়ে যেতে পারেননি ‘জেমস বন্ড’ সিরিজের সাফল্য। ৮ ডিসেম্বর মুক্তি পেয়েছে ব্রসনানের নতুন সিনেমা ফার্স্ট চার্লি, যেখানে ব্রসনানকে দেখে নব্বইয়ের দশকের কথা মনে পড়ে গেছে অনেক ভক্তের।
‘ফার্স্ট চার্লি’ অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা। নিজের ‘চেনা মাঠ’ পেয়ে ব্যাট চালাতে ব্রসনানের যে সুবিধা হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এ ছবিতে অবসরপ্রাপ্ত গুপ্তঘাতক চার্লি সুইফটের চরিত্রে দেখা গেছে তাঁকে, যিনি অবসর ভেঙে শেষবারের মতো কাজে ফেরেন। এরপর কী হয়, তা–ই নিয়ে গল্প। গত শুক্রবার থেকে নির্বাচিত কিছু প্রেক্ষাগৃহ ও ভিডিও অন ডিমান্ডে দেখা যাচ্ছে ফিলিপ নয়েস পরিচালিত সিনেমাটি।
সিনেমার গল্প ও নির্মাণে নব্বইয়ের দশকের একটা ছোঁয়া আছে, যা নস্টালজিক করে তুলেছে ভক্তদের। সমালোচকদের রায়ও ইতিবাচক। রটেন টমেটোজে ছবিটির ৮১ শতাংশ রিভিউ ইতিবাচক, গড় রেটিং ১০-এ ৭.১।
অনেক দর্শক ও সমালোচক বলছেন, ছবিটি দিয়ে ব্রসনান জানান দিয়েছেন, তিনি ভালোভাবেই টিকে আছেন। এখনো পর্দায় দর্শককে মুগ্ধ করার ক্ষমতা রাখেন তিনি। সিনেমাটির পরিচালক ফিলিপ নয়েসের জন্যও একধরনের ‘ফেরা’। কারণ, ২০১০ সালে অ্যাঞ্জেলিনা জোলিকে নিয়ে সল্ট নির্মাণের পর সেভাবে বড় হিট উপহার দিতে পারছিলেন না তিনি, ছিলেন নিজের ছায়া হয়ে। থ্রিলার ও অ্যাকশন সিনেমা নির্মাণের জন্য পরিচিত এই অস্ট্রেলিয়ান নির্মাতা অবশেষে স্বরূপে ফিরেছেন।
‘ফার্স্ট চার্লি’র সঙ্গে ‘জেমস বন্ড’ সিরিজের সিনেমায় অভিনয়ের মিল-অমিল নিয়ে মার্কিন অনলাইন গণমাধ্যম ফাদারলিকে ব্রসনান বলেন, ‘আগে যে ‘০০৭’ চরিত্রে অভিনয় করেছি, সেটা ফিলিপ (নির্মাতা) যেমন জানে, আমিও জানি। তবে এবার আমরা চার্লি সুইফটকে হাজির করতে চেয়েছি। ‘০০৭’-এর চেয়ে চার্লির দুনিয়াটা আলাদা। চার্লির জীবন খুব সাদামাটা, সে সাধারণ ঘরে থাকে, রাস্তায় ঘুরে বেড়ায়। তবে সে–ও ‘০০৭’-এর মতো অস্ত্রচালনায় দক্ষ, সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, তাই তার চলন–বলনের সঙ্গে ‘০০৭’-এর মিল আছে।’
ব্রসনানের বয়স এখন ৭০ বছর। এ বয়সেও নতুন চরিত্র তাঁকে আগের মতোই আলোড়িত করে বলে জানান অভিনেতা। তিনি বলেন, ‘প্রতিটি সিনেমাই স্বপ্নের মতো, তাই নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে থাকি।’
‘ফার্স্ট চার্লি’ সিনেমায় ব্রসনান ছাড়া আরও অভিনয় করেছেন জেমস কান, মোরানা ব্যাকেরিন প্রমুখ।