চলছে ভেনিস চলচ্চিত্র উৎসব। নতুন সিনেমার প্রিমিয়ার, লালগালিচায় তারকাদের উপস্থিতি—সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে উৎসব। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক উৎসবের কিছু ঝলক—
বিনোদন ডেস্ক
‘মারিয়া’ ছবির প্রদর্শনীর আগে লালগালিচায় অ্যাঞ্জেলিনা জোলি। চিলিয়ান নির্মাতা সিনেমাটি বানিয়েছেন প্রখ্যাত অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের জীবন অবলম্বনে। এতে মারিয়ার চরিত্রে দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলিকে। ছবিটি জায়গা করে নিয়েছে উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে। ছবি: রয়টার্স
বিজ্ঞাপন
উৎসবে হাজির অভিনেত্রী নিকোল কিডম্যান। তাঁর অভিনীত সিনেমা ‘বেবি গার্ল’ আছে স্বর্ণসিংহ পুরস্কারের দৌড়ে। ইরোটিক থ্রিলার ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন হেলিনা রেজিন। ছবি: রয়টার্স
মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে লুইস ওর্তেগার সিনেমা ‘কিল দ্য জকি’ও। স্পোর্টস ড্রামা ঘরানার সিনেমায় অভিনয় করেছেন আরসুলা করবেরো; ছবিতে লালগালিচায় পোজ দিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ছবি: রয়টার্স‘মারিয়া’ সিনেমার প্রিমিয়ারে প্রখ্যাত মার্কিন গায়িকা প্যাটি স্মিথ। ছবি: রয়টার্স