কোভিড মহামারির সময় যখন ওটিটি প্ল্যাটফর্মগুলো দেখতে অভ্যস্ত হয়ে পড়েছেন দর্শক, তখনই হঠাৎ আলোচনায় আসে বিবিসি ও হুলুর যৌথ প্রযোজনার মিনি সিরিজ ‘নরমাল পিপল’। এই এক সিরিজ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান ব্রিটিশ অভিনেত্রী ডেইজি এগার-জোন্স ও আইরিশ অভিনেতা পল মেসক্যাল।
দুই তরুণ তারকার ক্যারিয়ার পায় নতুন গতি। মেসক্যালকে সামনে দেখা যাবে রিডলি স্কটের ‘গ্ল্যাডিয়েটর ২’ সিনেমায়, অন্যদিকে এগার-জোন্স অভিনীত ‘টুইস্টারস’ ১৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। নতুন ছবি মুক্তির আগে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নানা প্রসঙ্গে কথা বলেছেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী।
‘নরমাল পিপল’ মুক্তির পর চার বছর পেরিয়েছে। তবু অনেক তরুণ এখনো বুঁদ এই রোমান্টিক সিরিজটিতে। মাঝে তো সিরিজটির সিকুয়েল চেয়ে অন্তর্জালে প্রচারণাও চলেছে।
বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে এ প্রসঙ্গে এগার-জোন্স বলেন, ‘তেমন কোনো গল্প পাওয়া গেলে তো করাই যায়, কেন নয়।’ গত কয়েক বছরে শুটিং, সিনেমার প্রচার বা ব্যক্তিগত কাজে যেখানেই যান, এগার-জোন্সের কাছে সবাই নরমাল পিপল সম্পর্কে জানতে চান। এতে খুশি হন অভিনেত্রী, ভাসেন নস্টালজিয়ায়। ‘নরমাল পিপল-এর টিমের প্রতি আমি কৃতজ্ঞ। ক্যারিয়ারের শুরুতেই এ ধরনের কাজের অংশ হতে পারাটা দারুণ ব্যাপার। আমার মনে হয়, এ সিরিজ প্রচারের পর আমি আর পল অনেক নির্মাতার চোখে পড়েছি।’ বলেন এগার-জোন্স।
আলোচিত এ সিরিজের পর ‘ফ্রেশ’, ‘হোয়ার দ্য ক্রড্যাডস সিং’-এর মতো নিরীক্ষাধর্মী সিনেমা করেছেন; তাঁকে দেখা গেছে ‘আন্ডার দ্য ব্যানার অব হ্যাভেন’ সিরিজে। অভিনেত্রী নতুন করে আলোচনায় মার্কিন সিনেমা ‘টুইস্টারস’ দিয়ে। এটি ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘টুইস্টার’-এর সিকুয়েল। লি আইজ্যাক চাং পরিচালিত সিনেমাটিতে অবসরপ্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগ বিশেষজ্ঞের চরিত্রে দেখা গেছে তাঁকে।
চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া ছাড়াও এ সিনেমা এগার-জোন্সের কাছে বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে তিনি বিবিসিকে বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না এত বড় স্কেলে একটি সিনেমায় সুযোগ পেয়েছি, এ সিনেমা শিল্পী হিসেবে আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।’
ডেইজি এগার-জোন্স ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন গ্লেন পাওয়েল, অ্যান্টনি রামোস প্রমুখ।
সম্প্রতি একটি উৎসবে একত্র হয়েছিলেন ‘নরমাল পিপল’-এর জুটি এগার-জোন্স আর পল মেসক্যাল। উৎসবটিতে তাঁর ছবি ও ভিডিও ভাইরাল হয়। অন্তর্জালে অনেক দর্শকই তাঁদের নতুন কাজ দেখার আবদার করেন।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘পলের সঙ্গে আমার প্রথম দেখা ২০ বছর বয়সে, তাঁর তখন ২২। আমরা বলা যায়, একসঙ্গেই বড় হচ্ছি, ক্যারিয়ার এগিয়ে যাচ্ছে। আমি তো খুবই করে চাই একসঙ্গে কাজ করতে। সেটা বিভিন্ন বয়সে, ব্যাপার খুব মজার হবে।’