বেলা থ্রোনের পরিচিতি ছিল মূলত অভিনেত্রী হিসেবে। ছিল বলতে হচ্ছে কারণ, ইদানীং ক্যামেরার পেছনেও নিয়মিত কাজ করছেন তিনি। টিভি সিরিজ ‘ডার্টি সেক্সি মানি’ বা ‘মাই ওন ওরস্ট এনিমি’ দিয়ে পরিচিতি পাওয়া অভিনেত্রীকে পরে দেখা যায় বেশ কয়েকটি প্রশংসিত সিনেমায়। তবে ২৬ বছর বয়সী এই তারকা এখন অভিনয়ের চেয়ে পরিচালনাতেই বেশি মন দিচ্ছেন।
চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, প্রথম সিনেমা মুক্তির আগেই দ্বিতীয় সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে ‘কালার ইয়োর হার্ট’ নামে সিনেমা নির্মাণের ঘোষণা দেন বেলা। পরিচালক হিসেবে তাঁর অভিষেক সিনেমাটি এখন নির্মাণের প্রাক্-প্রস্তুতির পর্যায়ে আছে।
এর মধ্যেই জানা গেল, ‘অ্যাশ বিনিথ দ্য কারেন্ট’ নামে আরেকটি সিনেমাটি বানাতে চলেছেন তিনি। প্রথমটির নির্মাণ শেষে চলতি বছরই শুরু হবে দ্বিতীয়টির প্রাক্-প্রস্তুতি। কেবল পরিচালনাই নয়, নতুন সিনেমাটির গল্পও বেলার। এটির শুটিং হবে ইতালির তাসকেনি ফিল্ম স্টুডিওতে।
সিনেমার গল্প এক তরুণীকে নিয়ে। বেশ কয়েক বছর বাড়ির বাইরে থাকার পর বোনের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে নিজের শহরে ফেরে সে। এরপর সেই তরুণীর জার্নি নিয়েই নির্মিত হবে সিনেমাটি।
ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে বেলা বলেন, ‘আবারও সিনেমা পরিচালনা করব, এটা আমার কাছে খুবই রোমাঞ্চকর ব্যাপার। বিশেষ করে গল্পটি এমন যে আপনাকে নাড়িয়ে দেবে।’ নিজেকে হরর সিনেমার ভক্ত উল্লেখ করে বেলা জানান, পারিবারিক গল্পটি ট্রমা আর বিষণ্নতার মিশেল; আদতে যা তাঁর নিজের জীবনেরই গল্প। এই অভিনেত্রী ও পরিচালক আরও জানান, নির্মাণের প্রস্তুতি নিতে সম্প্রতি দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানিয়েছেন। পোস্ট প্রোডাকশনের থাকা ছবি দুটি তারমিনা চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে। বেলা জানান, লেখালেখি ও নির্মাণের এই প্রক্রিয়া তাঁর কাছে নিজেকে নতুন করে আবিষ্কারের মতো।
পরিচালনা নিয়ে ব্যস্ত থাকলেও নিয়মিত অভিনয়ও করছেন বেলা থ্রোন। সর্বশেষ তাঁকে দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া রাম্বল থ্রু দ্য ডার্ক সিনেমায়। অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটির পরিচালক গ্রাহাম ফিলিপস ও পার্কার ফিলিপস। এতে বেলার সহ-অভিনেতা ছিলেন অ্যারন একহার্ট।