উৎসবের বিদায়বেলায় লালগালিচায় হাজির হলেন হলিউডের সেই কিংবদন্তি চরিত্র ‘র্যাম্বো’। অভিনেতা সিলভেস্টার স্ট্যালনকে জানানো হলো বিশেষ সম্মাননা। ৭২ তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘হোমেজ টু সিলভেস্টার স্ট্যালন–র্যাম্বো: ফার্স্ট ব্লাড’ নামে এক জমকালো আয়োজন হয়ে গেল গত শুক্রবার। মূলত স্ট্যালনের ৫ দশকের লম্বা অভিনয়জীবন উদযাপন করতেই এই আয়োজন করে উৎসব কর্তৃপক্ষ। আগের দিন, অর্থাৎ গত বৃহস্পতিবার ‘রদেঁভু উইথ স্ট্যালন’ নামে একটি আলাপচারিতারও আয়োজন ছিল উৎসবের একটি অংশে।
গত শুক্রবার ‘হোমেজ টু সিলভেস্টার স্ট্যালন–র্যাম্বো: ফার্স্ট ব্লাড’ আয়োজনে দেখানো হয় ১৯৮২ সালে মুক্তি পাওয়া র্যাম্বো সিরিজের প্রথম ছবি ‘ফার্স্ট ব্লাড’। সেই সঙ্গে বাড়তি পাওয়া হিসেবে আয়োজনে উপস্থিত দর্শকদের দেখানো হয় একই সিরিজের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘র্যাম্বো ফাইভ: লাস্ট ব্লাড’–এর প্রিভিউ।
শুক্রবারের অনুষ্ঠানে সিলভেস্টার স্ট্যালনের সঙ্গে লালগালিচায় হাঁটেন তাঁর স্ত্রী জেনিফার ফ্লেভিন ও মেয়ে সিস্টিন। ছবির প্রদর্শনী শুরুর আগে উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমু অনুভূতি ব্যক্ত করার জন্য মঞ্চে ডেকে তোলেন স্ট্যালনকে। সেই সময় কানের পালে দো ফেস্তিভালের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উপস্থিত সবাই দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান। এমন অভিবাদনে আবেগে আপ্লুত হয়ে পড়েন পর্দার কঠোর এই মানুষটি। চোখ মুছতে মুছতে সবাইকে ধন্যবাদ জানান আর স্বাগত জানান সবাইকে ‘র্যাম্বো: ফার্স্ট ব্লাড’ দেখার জন্য। পিপল