রেসলিং থেকে বাদ পড়া এই অভিনেতা এখন ৬২০ মিলিয়ন ডলারের মালিক

কৈশোরে পুরোহিত হতে চেয়েছিলেন। বয়স তখন ১৪। তবে এক বছরের মাথায় শিক্ষালয় থেকে ঝড়ে পড়েন। তারপর ঘটনাক্রমে হয়ে ওঠেন অভিনেতা। হলিউড ছাড়িয়ে সারা বিশ্বের দর্শকদের কাছে তিনি এখন পছন্দের তারকা। গত ৩ জুলাই তিনি পা রাখলেন ৬০তম জন্মদিনে।
খেলাধুলা ও দৌড় খুবই পছন্দ। কিন্তু একবার হাঁটুতে চোট লেগে রেসলিং টিম থেকে বাদ পড়েন। তার পর থেকে দুরন্ত এই বালক দৌড়ঝাঁপ থেকে দূরে থাকেন। তখন সিদ্ধান্ত নেন, অভিনয় করবেন
ছবি: ইনস্টাগ্রাম
১৯৮১ সালে ক্যারিয়ার শুরু হয়। সেই বছরই ‘ট্যাপস’ সিনেমা থেকে পারিশ্রমিক পান ৫০ হাজার ডলার। এই আয় বলে দেয়, হলিউডে শুরুতে সংগ্রাম করতে হয়নি তাঁকে। তবে খ্যাতির জন্য অপেক্ষা করতে হয়েছে
ঠিক ১০ বছর পর ‘ডেজ অব থান্ডার’ সিনেমা থেকে পারিশ্রমিক পান ৯ মিলিয়ন ডলার, যা তাঁর জন্য ছিল রেকর্ড
এই তারকা প্রথম বাজিমাত করেন ১৯৮৬ সালে ‘টপ গান’ দিয়ে। তিনি টম ক্রুজ। সেবার বছরের সেরা আয় করা সিনেমার তারকা বনে যান তিনি। তার পর থেকেই তাঁর নামের সঙ্গে যুক্ত হয় ‘গ্রহের সবচেয়ে জনপ্রিয় তারকা’
২০২২ সালে সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘টপ গান: মাভেরিক’। ভ্যারাইটির বলছে, এই ছবি থেকে টম ক্রুজ পারিশ্রমিক নিয়েছেন ১২ থেকে ১৪ মিলিয়ন ডলার। তবে আয় থেকে কতভাগ অর্থ পাবেন, সেটা জানা যায়নি
টম ক্রুজ ক্যারিয়ারে সবচেয়ে বেশি আয় করেছেন ‘মিশন ইম্পসিবল’ সিনেমা থেকে। সিনেমাটির প্রথম ও তৃতীয় কিস্তি থেকে তারঁ আয় ৭০ ও ৭৫ মিলিয়ন ডলার। এই সিনেমা সিরিজ থেকে তাঁর মোট আয় ২৮৫ মিলিয়ন ডলার
তাঁর অভিনীত শুধু ‘মিশন ইমপসিবল’ সিরিজের সিনেমাগুলোরই বক্স অফিস আয় ৩.৫ বিলিয়ন ডলার। টাকার পরিমাণে প্রায় ৩২ হাজার কোটি
এই তারকার ব্যবহৃত বাড়িগুলোর আকার কোনোটার ১০, কোনোটার ২০ হাজার বর্গফুটের বেশি। এগুলোর দাম ৯ মিলিয়ন ডলার থেকে ৪০ মিলিয়ন ডলারের বেশি
২০১১ সালের মে মাস থেকে ২০১২ সালের মে পর্যন্ত তাঁর আয় হয়েছিল ৭৫ মিলিয়ন ডলার। সেবার তিনি সর্বাধিক আয় করা হলিউড তারকাদের মধ্যে এক নম্বরে জায়গা করে নেন
দীর্ঘ ৪১ বছরের ক্যারিয়ারে তাঁর সব সম্পদের পরিমাণ ৬২০ মিলিয়ন ডলার। গড়ে তাঁর আয় প্রতিবছর ৫০ মিলিয়ন ডলার। ৫০ হাজার ডলার আয় দিয়ে ক্যারিয়ার শুরু হলেও এখন তাঁর বার্ষিক আয় ৪৬৭ কোটি টাকা। ছবি: ইনস্টাগ্রাম