রিয়েলিটি শোর পুরস্কার ৪২ কোটি টাকা

মেয়েকে ‘স্কুইড গেমস’–এর কস্টিউম পরিয়ে সেলফি তুলছেন এক নারী
ছবি: রয়টার্স

গত বছরের সেপ্টেম্বরে ‘স্কুইড গেমস’ মুক্তির পর রীতিমতো ঝড় ওঠে। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিরিজ ৯২টি দেশে দর্শক পছন্দের শীর্ষে চলে যায়। দ্রুতই পরিণত হয় স্ট্রিমিং সাইটটির ইতিহাসে সবচেয়ে বেশি দেখা সিরিজে। এক সিরিজ দিয়েই রাতারাতি তারকা বনে যান সিরিজের পাত্রপাত্রীরা। প্রথম সিজন মুক্তির পরই জোর আলোচনা শুরু হয় দ্বিতীয় সিজন নিয়ে। তবে এ নিয়ে মুখে একরকম কুলুপ এঁটে ছিল সবাই। অবশেষে সব জল্পনা দূর করে দিনকয়েক আগেই সিরিজটির দ্বিতীয় সিজন নিশ্চিত করেছে নেটফ্লিক্স। মুক্তি দিয়েছে ছোট এক টিজারও। দিনক্ষণ না বললেও জানা গেছে, এ বছরের শেষের দিকে বা আগামী বছর মুক্তি পেতে পারে ‘স্কুইড গেমস ২’।
তবে দ্বিতীয় সিজন নিয়ে নানা আলোচনার মধ্যেই হাজির নতুন চমক। জনপ্রিয় এই সারভাইভ্যাল ড্রামাটির আদলে রিয়েলিটি শো নিয়ে আসছে নেটফ্লিক্স। খবর ভ্যারাইটির।

‘স্কুইড গেমস’–এর দ্বিতীয় সিজনের ভিডিও থেকে নেওয়া

গতকাল মঙ্গলবার নেটফ্লিক্স গ্লোবাল টিভির প্রধান বেলা বাজারিয়া ওয়ার্ল্ড মিডিয়া ফেস্টিভ্যালে খবরটি নিশ্চিত করেন। নতুন রিয়েলিটি শোটির নাম ‘স্কুইড গেমস—দ্য চ্যালেঞ্জ।’ নেটফ্লিক্স জানায়, রিয়েলিটি শোর দুনিয়ায় সবচেয়ে বড় শো হতে যাচ্ছে এটি। ৪৫৬ জন প্রতিযোগী এই শো প্রতিদ্বন্দ্বিতা করবে। বিজয়ীর জন্য থাকছে মোটা অঙ্কের পুরস্কার। অঙ্কটা চোখ কপালে তুলে দেওয়ার মতোই—৪৫ লাখ ৬০ হাজার ডলার বা ৪২ কোটি ৩৯ লাখ টাকারও বেশি।

‘স্কুইড গেমস’–এর পোস্টার

২১ বছর বয়সী ইংরেজি বলতে পারা যে কেউ এই অনুষ্ঠানটিতে অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
শো নিয়ে নেটফ্লিক্সের ভাইস প্রেসিডেন্ট (আনস্ক্রিপ্টেড ও তথ্যচিত্র বিভাগ) ব্রানডন রিগ বলেন, ‘হোয়াং ডক-হিউকের অসাধরণ গল্প বলার দক্ষতার জন্য ‘স্কুইড গেমস’ বিশ্বে ঝড় তুলেছিল। আমরা হোয়াংকের সমর্থন পেয়ে কাল্পনিক দুনিয়ার নিয়ে বড় এক রিয়েলিটি শো শুরু করতে যাচ্ছি। এই সিরিজের ভক্তদের জন্য, যা এক বড় সুখবর। এবার তারা সত্যিকারের ৪৫৬ জন প্রতিযোগীর রোমাঞ্চকর লড়াই দেখতে পারবেন। চরম উত্তেজনা নিয়ে অপেক্ষা করবেন, শেষ পর্যন্ত কে পায় বড় পুরস্কার।’

‘স্কুইড গেমস’ মুক্তির পর রীতিমতো ঝড় ওঠে

১০ পর্বের রিয়েলিটি প্রতিযোগিতাটি যৌথভাবে প্রযোজনা করবে স্টুডিও ল্যামবার্ট ও দ্য গার্ডেন। পুরো শোটি চিত্রায়িত হবে যুক্তরাজ্যে। মূল সিরিজের মতো রিয়েলিটি প্রতিযোগিতায় কোনো প্রাণহানির ঘটনা থাকবে না নিশ্চিত করেছেন আয়োজকরা।