রাজবধূ হলেন মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল

প্রিন্স হ্যারি ও প্রিন্স উইলিয়াম
প্রিন্স হ্যারি ও প্রিন্স উইলিয়াম

কথা ছিল মেগান মার্কেল বিয়েতে কোনো ব্রাইডস মেড নেবেন না। কিন্তু অবশেষে আজ শনিবার সেন্ট জর্জ চ্যাপেলে ১০ জন ফ্লাওয়ার গার্ল ও পেজ বয়েজ নিয়ে বিয়ের মঞ্চে হাজির হন মেগান। এর মধ্যে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের ছেলে প্রিন্স জর্জ ও প্রিন্সেস শার্লট ছিল। 

প্রিন্স চার্লসের হাত ধরে বিয়ের মঞ্চে আসছেন মেগান মার্কেল

বর প্রিন্স হ্যারির বাবা প্রিন্স চার্লসের হাত ধরে বিয়ের আসরে আসেন মেগান মার্কেল। আর হ্যারি আসেন বড় ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে।

আজ থেকে রানি এলিজাবেথের ঘোষণা অনুযায়ী প্রিন্স হ্যারি ‘ডিউক অব সাসেক্স’ ও তাঁর স্ত্রী মেগান ‘ডাচেস অব সাসেক্স’।

প্রিন্স হ্যারি ও মেগানের শপথ পাঠ

বিয়েতে ব্রিটিশ ডিজাইনার ক্লেয়ার ওয়েট কেলারের নকশা করা সাদা রঙের এক ছিমছাম পোশাক পরেন মেগান মার্কেল।

বর হ্যারির দিকে কনে মেগানের লাজুক দৃষ্টি

কানে ছিল ছোট্ট হীরার টপ আর মাথায় হীরার টিয়ারা। মেকআপও ছিল খুব হালকা। রাজকীয় এই বিয়েতে অতিথির তালিকায় তারকাদের মধ্যে জর্জ ক্লুনি, আমাল ক্লুনি, প্রিয়াঙ্কা চোপড়া, সেরেনা উইলিয়াম, অপরাহ উইনফ্রে, এলটন জন, ডেভিড বেকহাম ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম উপস্থিত ছিলেন।

মেগানের দিকে হ্যারির অপলক দৃষ্টি

বিয়ের শপথ থেকে ‘মান্য’ শব্দটি বাদ দিয়ে আগেই আলোচনায় এসেছেন মেগান। মেগানের পছন্দে এই শব্দটি বাদ দিয়েই তাঁদের বিয়ের শপথ পাঠ করানো হয়।

তাঁরা এখন স্বামী-স্ত্রী

রানি এলিজাবেথসহ প্রায় ৬০০ অতিথির সামনে হ্যারি ও মেগান বিয়ের শপথ গ্রহণ করেন। এরপর মেগান আর প্রিন্স হ্যারি আংটি বদল করেন।

মেগানের মা ডোরিয়া রাগল্যান্ড

তারপর মেগানকে আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী ঘোষণা করা হয়। অনুষ্ঠানজুড়েই মেগানের মা ডোরিয়া রাগল্যান্ডকে বেশ আবেগপ্রবণ দেখাচ্ছিল।

আজ থেকে দুজন এভাবেই সারা জীবন একে অন্যের হাত ধরে রাখার শপথ নিয়েছেন

আর কনে মেগান বেশ আত্মবিশ্বাসী থাকলেও হ্যারিকে দেখাচ্ছিল কিছুটা নার্ভাস।