‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এর মাধ্যমে একটা জনপ্রিয় অধ্যায়ের ইতি টানল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স। আগামী নভেম্বরে আসছে তাদের নতুন ছবি ‘এটারনালস’। মার্ভেল ছবিটি দিয়ে যে নতুন আরেকটি ফ্রাঞ্চাইজির যাত্রা শুরু করছে, তা বলা যায়। ছবিতে সুপারহিরো হিসেবে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি। আছেন সালমা হায়েকদের মতো অভিনেত্রী। ছবির হাল ধরেছেন অস্কারখ্যাত নির্মাতা ক্লোয়ি ঝাও। এবার মার্ভেল তাদের ইনস্টাগ্রামে প্রকাশ করল ছবিটির সব সুপারহিরোদের নিয়ে পোস্টার। সুতরাং বলা যায়, বেশ আটঘাট বেঁধেই আবার মাঠে নামছে মার্ভেল।