মার্ভেলের নতুন সুপারহিরো কারা?

‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এর মাধ্যমে একটা জনপ্রিয় অধ্যায়ের ইতি টানল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স। আগামী নভেম্বরে আসছে তাদের নতুন ছবি ‘এটারনালস’। মার্ভেল ছবিটি দিয়ে যে নতুন আরেকটি ফ্রাঞ্চাইজির যাত্রা শুরু করছে, তা বলা যায়। ছবিতে সুপারহিরো হিসেবে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি। আছেন সালমা হায়েকদের মতো অভিনেত্রী। ছবির হাল ধরেছেন অস্কারখ্যাত নির্মাতা ক্লোয়ি ঝাও। এবার মার্ভেল তাদের ইনস্টাগ্রামে প্রকাশ করল ছবিটির সব সুপারহিরোদের নিয়ে পোস্টার। সুতরাং বলা যায়, বেশ আটঘাট বেঁধেই আবার মাঠে নামছে মার্ভেল।

গেমা চ্যানকে দেখা যাবে সার্সি চরিত্রে। সে ‘এটারনালস’ দলের সদস্য। ১৯৭৬-৭৮ সালের দিকে ‘এটারনালস’ কমিক বুক সিরিজে সার্সিকে প্রথম দেখা যায়।
ইনস্টগ্রাম
ইকারিসকে প্রথম দেখা যায় ‘এটারনালস’ সিরিজে ১৯৭৬ সালে। জ্যাক কিরবির সৃষ্টি ইকারিসের চরিত্রে পর্দায় দেখা যাবে রিচার্ড ম্যাডেনকে।
মার্ভেলের প্রথম বধির সুপারহিরো মাকারি। এই চরিত্রে অভিনয় করেছেন লরেন রিডলফ।
কিঙ্গো চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি-আমেরিকান অভিনেতা কুমেল নাজিয়ানি। এই সুপারহিরো একসময় বলিউড অভিনেতা হিসেবে পরিচিত হবেন।
ফ্যাস্টোস হলো ‘এটারনালস’–এর আরেক সদস্য। যে প্রযুক্তি ও অস্ত্র উদ্ভাবনে মারাত্মক মেধাবী। পর্দায় এটিকে রূপ দিয়েছেন ব্রায়ান টায়রি হেনরি।
‘এটারনালস’–এর সবচেয়ে আকর্ষণীয় সুপারহিরো থেনা। অ্যাঞ্জেলিনা জোলিকে দেখা যাবে এই চরিত্রে। থেনা একজন অভিজাত যোদ্ধা। যেকোনো অস্ত্র চালনায় সে পারদর্শী।
‘এটারনালস’ দলের অন্যতম শক্তিশালী সুপারহিরো গিলগামেশ। ‘ট্রেন টু বুসান’খ্যাত অভিনেতা ডন লিকে দেখা যাবে এই চরিত্রে।
‘এটারনালস’–এর আধ্যাত্মিক নেতা অ্যাজাকের চরিত্রে দেখা যাবে মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েককে।
স্প্রাইট হলো শারীরিকভাবে ১২ বছরের এক শিশু। কিন্তু তাকে বলা হয় ‘অভিজ্ঞ আত্মা’। লিয়া মেকিউকে দেখা যাবে এই চরিত্রে।
‘এটারনালস’ সদস্য ড্রুগের কাজ মানুষের মন নিয়ে। এই চরিত্রে দেখা যাবে ব্যারি কেওগনকে।