ডোয়াইন জনসন ওরফে রক
ডোয়াইন জনসন ওরফে রক

বন্ড হতে চান রক

আর জেমস বন্ড থাকছেন না ড্যানিয়েল ক্রেগ। ‘নো টাইম টু ডাই’ ছবিতে তাঁকে শেষ দেখা গেছে। আর কোনো বন্ড ছবিতে থাকবেন না তিনি। এর মধ্যেই শোনা গেল, পরবর্তী বন্ড হতে চান হলিউড তারকা ডোয়াইন জনসন।

জেমস বন্ড হওয়ার দৌড়ে অনেক তারকার নামই শোনা যাচ্ছে। তালিকায় আছেন ইদরিস এলবা, হেনরি ক্যাভিল, টম হার্ডির নাম। বন্ড হিসেবে এঁদের কাউকেই হয়তো দেখা যাবে।

ডোয়াইন জনসন

তবে ডোয়াইন জনসন মার্কিন সাময়িকী ‘এস্কুয়্যার’কে জানান, আগে থেকেই তাঁর জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগসূত্র আছে। তাঁর দাদা পিটার মাইভিয়া ১৯৬৭ সালের সিনেমা ‘ইউ ওনলি লিভ টোয়াইস’ সিনেমাতে খল চরিত্রে অভিনয় করেছিলেন। ওই ছবির বন্ড ছিলেন শন কনারি।

ডোয়াইন জনসন

তবে খল চরিত্রে নয়, বন্ড হিসেবেই নিজেকে দেখতে চান দ্য রক। তিনি বলেন, ‘আমি দাদার পদাঙ্ক অনুসরণ করতে চাই। তবে আমি ভিলেন না, পরবর্তী বন্ড হতে চাই।’
হলিউডের ব্যস্ত নায়কদের মধ্যে অন্যতম রক। হাতে তাঁর বেশ কিছু কাজ আছে। তাঁকে দেখা যাবে মুক্তি প্রতীক্ষিত সুপারহিরো ছবি ‘ব্ল্যাক অ্যাডাম’-এ। ছবিটি আগামী বছর ২৯ জুলাই মুক্তি পাবে। তাঁর আসন্ন প্রকল্পগুলোর মধ্যে আছে ‘দ্য কিং’, ‘স্যান অ্যান্ড্রিয়াস টু’।