ফ্রি দেখা যাবে পটিয়ের সিনেমা

‘দে কল মি মিস্টার টিবস্’ ছবির একটি দৃশ্য
‘দে কল মি মিস্টার টিবস্’ ছবির একটি দৃশ্য

হলিউডে ছয় দশকের ক্যারিয়ারে সিডনি পটিয়ে সৃষ্টি করেছিলেন ইতিহাস। ১৯৫৮ সালে ‘দ্য ডিফায়েন্ট ওয়ানস’ ছবির জন্য প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা হিসেবে তিনি পেয়েছিলেন অস্কার। গত ৭ জানুয়ারি ৯৪ বছর বয়সে প্রয়াত হন তিনি।

প্রয়াত এই অভিনেতার বেশ কিছু সিনেমা চলে এসেছে অনলাইনে। সেগুলোর মধ্যে ওটিটি প্ল্যাটফর্ম টুবিতে বিনা মূল্যে দেখা যাবে ‘দ্য লাস্ট ব্রিকমেকার ইন আমেরিকা’, ‘প্যারিস ব্লুজ’, ‘দ্য অর্গানাইজেশন’, ‘ডুয়েল অ্যাট ডিয়াব্লো’, ‘দ্য উইলবি কনসপিরেসি’, ‘দে কল মি মিস্টার টিবস’। স্ট্রিমিং প্ল্যাটফর্ম রকুতে দেখা যাবে ‘পর্গি অ্যান্ড ব্যাস’ ও ‘লিলিজ অব দ্য ফিল্ড’। রকুর পাশাপাশি প্লুটো টিভিতে ফ্রি দেখা যাবে ‘ইন দ্য হিট অব দ্য নাইট’ আর গ্রাহক হলে স্টারজ ও প্রাইম ভিডিওতে দেখা যাবে ‘গেজ হু’স কামিং টু ডিনার’, আমাজন প্রাইমে ‘দ্য ডিফায়েন্ট ওয়ানস’, ‘টু স্যার’, ‘উইথ লাভ’, ‘লিলিজ অব দ্য ফিল্ড’, ‘আ রাইসিন ইন দ্য সান’।

অভিনেতা সিডনি পটিয়ে

সিডনি ৬৮টি সিনেমায় অভিনয় করেছিলেন। পেয়েছিলেন চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক সব পুরস্কার। সিডনি অভিনীত সেরা সাত ছবির মধ্যে রয়েছে ‘ইন দ্য হিট অব দ্য নাইট’ (১৯৬৭), ‘আ রাইজিন ইন দ্য সান’ (১৯৬১), ‘দ্য ডিফায়েন্ট ওয়ানস’ (১৯৫৮), ‘লিলিজ অব দ্য ফিল্ড’ (১৯৬৩), ‘টু স্যার, উইথ লাভ’ (১৯৬৭), ‘ব্ল্যাকবোর্ড জঙ্গল’ (১৯৫৫), ‘গেজ হু’স কামিং টু ডিনার’ (১৯৬৭)।