ঢাকায় অস্কারজয়ী ‘প্যারাসাইট’

প্যারাসাইট’ ছবির একটি দৃশ্য
ছবি: সংগৃহীত

অ–ইংরেজিভাষী ছবি হয়েও সেরা ছবির পুরস্কার জিতে অস্কারে রেকর্ড গড়েছিল বং জুন হোর প্যারাসাইট। কোরিয়ান এই সিনেমাটি এবার ঢাকায় বড় পর্দায় দেখা যাবে। ‘কোরিয়ান ফিল্ম অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল ২০২১’–এ সিনেমাটি দেখানো হবে। আজ বুধবার থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শুরু হবে এই উৎসব, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

আজ বুধবার বিকেল পাঁচটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। পরে প্যারাসাইট সিনেমাটি দেখানো হবে। তিন দিনে দেখানো হবে পাঁচটি সিনেমা। ২৫ নভেম্বর বেলা ১১টায় দেখানো হবে কিম জিয়ুং বর্ন ১৯৮২। ওই দিনই ১টায় দেখানো হবে অ্যালাইভ। ২৫ নভেম্বর বেলা ১১টায় দেখানো হবে রেড সুজ অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস ও ১টায় মাল-মো-ই: দ্য সিক্রেট মিশন। কমেডি, ড্রামা, অপরাধমূলক, অ্যাকশন এবং অ্যানিমেশন জনরার এই সিনেমাগুলোয় উঠে এসেছে কোরিয়ার ইতিহাস, সমাজ এবং সংস্কৃতির নানা দিক।

স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড পুরস্কার হাতে প্যারাসাইট ছবির শিল্পীরা, পেছনে দাঁড়িয়ে নির্মাতা

করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর ঢাকায় আবার কোরিয়ান ফিল্ম অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যালের আয়োজন করছে কোরীয় দূতাবাস। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি কোরিয়ান পর্যটন উৎসবটি বাংলাদেশের জাতীয় জাদুঘরে একই সময়ে অনুষ্ঠিত হবে। এ ছাড়া থাকবে বাংলাদেশি তরুণদের কে-পপ পরিবেশনা।