নতুন বছরের শুরুটা হ্যারি পটার ভক্তদের জন্য দারুণ। সিরিজের ২০ বছর পূর্তিতে এইচবিও ম্যাক্সে মুক্তি পেল ‘হ্যারি পটার টুয়েন্টিথ অ্যানিভার্সারি: রিটার্ন টু হগওয়ার্টস’। সেখানে জানা গেল ছবিগুলো বানানোর পেছনের মজার সব কাহিনি।
‘হ্যারি পটার’ সিরিজের কোনো ছবিতেই হারমায়োনি গ্রেঞ্জার ও ড্র্যাকো ম্যালফয়কে প্রেম করতে দেখা যায়নি। কিন্তু বাস্তবে হারমায়োনি চরিত্রের এমা ওয়াটসন গভীরভাবে ভালোবাসতেন সহশিল্পী টম ফেলটনকে। একবার শুটিং সেটে টিউটরের দেওয়া একটি অ্যাসাইনমেন্ট করেছিলেন টম। সেটা দেখেই এমা প্রেমে পড়ে যান টমের। এমা বলেন, ‘সৃষ্টিকর্তা কেমন হতে পারেন, সে রকম একটি ছবি আঁকতে বলা হয়েছিল টমকে। টম একটি মেয়ের ছবি আঁকেন, যে ছিল স্কেটবোর্ডের ওপর, মাথায় উল্টো করে পরা ক্যাপ। এটা দেখেই কেন যেন আমি তাঁর প্রেমে পড়ে গেলাম।’
২০১৮ সালে টমের আঁকা ছবির মতো উল্টো করে ক্যাপ পরে স্কেটবোর্ডিং করছিলেন এমা ও ফেলটন। ইনস্টাগ্রামে সে রকম ছবি–ভিডিও পাওয়া যাবে। শুধু তা–ই নয়, হ্যারি পটার বইয়েরও দারুণ ভক্ত এমা ওয়াটসন। যখন তাঁর বয়স মোটে আট, তখন প্রকাশিত হয় হ্যারি পটার সিরিজের বই। এমা বলেন, ‘বাবা আমাকে ওই বই পড়ে শোনাতেন। একটা অধ্যায় শেষ হওয়ার পর আমি শুধু বলতাম, ওয়ান মোর, ওয়ান মোর।’
এই সিরিজ এমাকে দিয়েছিল পরিচিতি ও খ্যাতি। বিড়ম্বনাও কম পোহাতে হয়নি তাঁর। একটা সময় মনে হয়েছিল খ্যাতির কারণে তিনি ভীষণ নিঃসঙ্গ হয়ে পড়েছেন, এমনকি সিরিজটি ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন।
পুনর্মিলনী তথ্যচিত্র ‘হ্যারি পটার টুয়েন্টিথ অ্যানিভার্সারি: রিটার্ন টু হগওয়ার্টস’ থেকেই জানা গেল, শুটিং সেটে এমার সঙ্গে সব সময় থাকত একটা পোষা ইঁদুর। একদিন সেটা মরে গেল। সেটার জন্য একটি ছোট্ট কফিন বানিয়ে দিয়েছিলেন সেটের কলাকুশলীরা।