কান চলচ্চিত্র উৎসবে গিয়ে অস্কারের চড়-কাণ্ডের কথা মনে পড়েছে যে কারণে

গতকালই যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘ক্রাইম অব দ্য ফিউচার’
ছবি: ইনস্টাগ্রাম

কানাডীয় পরিচালক ডেভিড ক্রোনেনবার্গের সিনেমায় অস্বস্তিকর দৃশ্য থাকে। তাঁর নতুন ছবি ‘ক্রাইম অব দ্য ফিউচার’ও এর ব্যতিক্রম নয়। চলতি বছরের ২৩ মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়। কিন্তু বেশ কয়েকটি অস্বস্তিকর দৃশ্য থাকায় অনেক দর্শকই প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে যান। তখন ঘটনাটি নিয়ে বেশ শোরগোল পড়ে। উৎসব শেষ হওয়ার পর প্রসঙ্গটি নিয়ে মুখ খোলেন ছবিটির অন্যতম অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট।

ক্রিস্টেন স্টুয়ার্ট

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘তাঁর (পরিচালক ক্রোনেনবার্গ) সিনেমা দেখা কতটা কঠিন, সেটা নিয়ে মানুষ কথা বলতে পছন্দ করে। কানে প্রদর্শনীর সময় অনেক দর্শক উঠে বেরিয়ে গেছেন, এটা নিয়ে মজা করে। এটা ঠিক, প্রতিটি সিনেমায় ক্রোনেনবার্গ অদ্ভুতভাবে তাঁর দর্শন তুলে ধরেন। এটা আমাকেও চমকে দেয়। কিন্তু তাঁর কাজের প্রতি কখনোই ঘৃণা তৈরি করে না।’

ক্রিস্টেন স্টুয়ার্ট

তবে ছবিটির প্রদর্শনীর সময় দর্শকের প্রতিক্রিয়ায় তিনি বেশ অবাক হয়েছেন বলেও স্বীকার করেন অভিনেত্রী। ক্রিস্টেন সেই পরিস্থিতিকে তুলনা করেন এবারের অস্কারে উইল স্মিথের চড়-কাণ্ডের সঙ্গে, ‘তখন আমার উইল স্মিথের ঘটনার কথা মনে পড়ছিল। এটা কি সত্যি? না কি সত্যি নয়?’
অনেক দর্শক বেরিয়ে গেলেও সমালোচকেরা অবশ্য বেশ পছন্দ করেছেন ছবিটি। প্রদর্শনী শেষে সাত মিনিট স্ট্যান্ডিং ওভেশন পায় ‘ক্রাইম অব দ্য ফিউচার’।

ক্রিস্টেন এখন ব্যস্ত ছবিটির প্রচারণায়

ক্রিস্টেন এখন ব্যস্ত ছবিটির প্রচারণায়। গতকালই যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে বডি হরর ঘরানার ছবিটি। যেখানে মানবশরীরের বিভিন্ন অঙ্গ–প্রত্যঙ্গ কাটাছেঁড়া দেখা হয়েছে। ক্রিস্টেন অভিনয় করেছেন এক অনুসন্ধানী শল্যচিকিৎসকের ভূমিকায়। তিনি ছাড়া এ ছবিতে আছেন ভিগো মর্টনসন ও ফরাসি অভিনেত্রী লি সেদুঁ।