অস্কারের রাতেই যেন নির্ধারিত হয়ে যায় হলিউডের বেশ কয়েকটি সিনেমার ভাগ্য। সেসবের কোনোটির কাজ থমকে গেছে, কোনোটির হিরো বদল হচ্ছে, কোনোটির আবার নিশ্চিত সংবাদও এখন পাওয়া যাচ্ছে না। কারণ ছবির নায়ক অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ! স্ত্রীর সঙ্গে রসিকতা করায় রসিক ক্রিস রককে চড় মেরে পুরো পৃথিবীতে যিনি দুভাগে ভাগ করে ফেলেছেন। সেই বিভক্তির বিপরীত প্রান্তে আশঙ্কাজনক অবস্থায় আছে কয়েকটি ছবি, গেছে থমকে। সেগুলোতে শেষ পর্যন্ত হয়তো থাকছেন না স্মিথ।
নেটফ্লিক্সের অ্যাকশন থ্রিলার ‘ফ্যাস্ট অ্যান্ড লুজ’-এর অগ্রগতি শ্লথ হয়ে পড়েছে। ভ্যারাইটির বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, ছবির জন্য নতুন হিরো খুঁজছেন প্রযোজক। আবার দাসত্বের গল্প নিয়ে অ্যাপল প্লাসের ছবি ‘এমানসিপেশন’ মুক্তির কথা ছিল এ বছর। তবে এখন আর এর মুক্তির দিনক্ষণ জানা যাচ্ছে না। উইল স্মিথ রয়েছেন সনির এ রকম আরেক অ্যাকশন ছবি ‘ব্যাড বয়েজ ফোর’ গেছে থমকে।
চড়–কাণ্ডের পর নানা আলোচনা-সমালোচনার মুখে গত সপ্তাহে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স থেকে পদত্যাগ করেছেন উইল স্মিথ। একাডেমি জানিয়েছে, স্মিথ তাদের বিশ্বাস ভেঙেছেন, যার ফল হতে পারে সুদূরপ্রসারী। গত শুক্রবার এক বিবৃতিতে স্মিথও জানিয়েছেন, তিনি যা করেছেন, সেটা ছিল মর্মান্তিক, বেদনাদায়ক ও অমার্জনীয়।
গত ২৭ মার্চ রাতে অস্কার অ্যাওয়ার্ডসের মঞ্চে পুরস্কার দিতে আসেন কমিডিয়ান ক্রিস রক। এ সময় দর্শক সারিতে বসা উইল স্মিথের স্ত্রী জাডাকে নিয়ে রসিকতা করে তিনি বলেন, ‘জিআই জেন টু-এর জন্য তর সইছে না। ১৯৯৭ সালের এ ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পী ডেমি মুরের চরিত্রের মাথা ছিল ন্যাড়া। এলোপেশিয়া রোগে আক্রান্ত স্মিথের স্ত্রীও চুল পড়ে টেকো হয়ে গিয়েছিলেন। এই রসিকতা স্বাভাবিকভাবে নেননি স্মিথ। আসন ছেড়ে মঞ্চে গিয়ে তিনি চড় কষান ক্রিস রককে। এ ঘটনা গড়িয়েছে অনেক দূর।