মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ভক্তদের জন্য গত বৃহস্পতিবার ছিল এক বিশেষ দিন। কারণ, ১১ বছর আগে ওই দিনে মুক্তি পেয়েছিল আয়রন ম্যান ছবিটি। আর এর মধ্য দিয়েই শুরু হয় মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভ’! তাই গত বৃহস্পতিবার এই দিনকে দারুণভাবে উদ্যাপন করেন আয়রন ম্যান চরিত্রের জনপ্রিয় অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এর তারকাদের নিয়ে করা একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন, যেখানে দেখা যায় সিনেমার ‘আয়রন ম্যান’, ‘থর’, ‘ক্যাপ্টেন আমেরিকা’, ‘অ্যান্ট ম্যান’, ‘ব্ল্যাক প্যান্থার’, ‘স্পাইডার-ম্যান’, ‘মেন্টিস’, ‘স্টার লর্ড’ সবাই গাইছেন ‘হ্যাপি বার্থ ডে’ গানটি।
২০০৮ সালের ২ মে মুক্তি পায় মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের আয়রন ম্যান। এই ছবির মধ্য দিয়ে পর্দায় অতিমানব আয়রন ম্যান হিসেবে আত্মপ্রকাশ করেন রবার্ট ডাউনি জুনিয়র (আরডিজে)। এরপর আরডিজেকে কখনো পেছন ফিরে তাকাতে হয়নি। প্রথম ছবির পর থেকেই বিপুল জনপ্রিয়তা পায় মার্ভেলের এই অতিমানব। সেখান থেকেই শুরু হয় ‘অ্যাভেঞ্জার্স’ ফ্র্যাঞ্চাইজি। এরপর একে একে আসে ইনক্রেডিবল হাল্ক, ক্যাপ্টেন আমেরিকা: ফার্স্ট অ্যাভেঞ্জার, আয়রন ম্যান ২, থরসহ ২১টি ছবি। সব শেষ অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এর মধ্য দিয়ে শেষ হয় এই এমসিইউর ‘ফেইজ ফোর’। সামনে আসছে নতুন ছবি। তবে আয়রন ম্যান যে আর ফিরছেন না, এ ব্যাপারে এখন মোটামুটি সব এমসিইউ-ভক্তই নিশ্চিত। তাই বিদায়বেলায় আয়রন ম্যানের জন্য আরডিজের এই শুভেচ্ছাবার্তা ভক্তদের বেশ আবেগপ্রবণ করে দিয়েছে। কমিকবুক ডটকম