আবার সাগরে ভাসছে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ছবির জাহাজ। সম্পূর্ণ নতুন আঙ্গিকে নির্মিতব্য ছবিটির কেন্দ্রীয় চরিত্র, অর্থাৎ জলদস্যু-শিরোমণি হতে যাচ্ছেন মার্গো রবি, শোনা গিয়েছিল বেশ কিছুদিন আগে। এত দিন ছবিটির প্রধান চরিত্রে দেখা গেছে জনি ডেপকে। তাঁর বদলে এবার প্রধান চরিত্রে দেখা যাবে অস্ট্রেলিয়ান এই অভিনেত্রীকে। টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে বিষয়টি নিশ্চিত করেছিলেন হলিউড প্রযোজক জেরি ব্রুকহেইমার।
সুইসাইড স্কোয়াড ছবির ‘হার্লি কুইন’ ছিলেন রবি। ডিসি কমিকসের ২০১৬ সালের ছবি এটি। রবির অভিনয়ের কারণেই জনপ্রিয়তা পায় ছবিটি। অভিনয় ছাড়াও এ ছবির তিনি ছিলেন অন্যতম প্রযোজকও। ছবিতে হার্লি কুইন তাঁর দলবল নিয়ে ব্ল্যাক মাস্ক নামের এক ভিলেনের বিরুদ্ধে লড়াই করেন। এ ছবির পর তাঁর ব্যক্তিজীবন নিয়ে আগ্রহী হয়ে ওঠেন ভক্তরা।
২০১৪ সালে ব্রিটিশ অভিনেতা ও প্রযোজক টম অ্যাকার্লির সঙ্গে প্রেমে জড়ান মার্গো। চার বছর পর ২০১৮ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন তাঁরা। বিয়ের পর অন্য রকম এক যন্ত্রণায় পড়ে যান রবি। স্বামী টমের আবদার, সব সময় তাঁকে বিয়ের আংটি পরে থাকতে হবে, যাতে হলিউডের পুরুষেরা তাঁর থেকে দূরে থাকে। রবি সব সময়ই বলে এসেছেন, বিবাহিত জীবনটা খুবই মজার। কারও স্ত্রী হওয়া মানে দায়িত্ব নেওয়া। আর তিনি সুন্দরভাবে সেটা পালন করতে চান।
বিয়ের পর থেকে কোনো অনুষ্ঠানেই দুজনকে আলাদা দেখা যায়নি। তবে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস ২০২০-এর সংবাদ সম্মেলনে মার্গোর এসেছিলেন একা, আঙুলেও ছিল না বিয়ের সেই আংটি। সেদিন থেকেই ছড়ায় গুঞ্জন, টম-রবির কি তবে বিচ্ছেদ হয়ে গেল? ইদানীং রবিকে দেখা যাচ্ছে হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে। অভিনয় বা অন্য কিছু নয়, তাঁকে সঙ্গ দিতে ঘুরঘুর করছেন পিট। এ ঘটনা যেন আগুনে ঘি ঢালার মতো! পরে অবশ্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, টম-রবি সুখে-শান্তিতে সংসার করছেন। সেদিন বিয়ের আংটি আঙুলে না থাকাটা একটি বিচ্ছিন্ন ঘটনা।