অস্কারজয়ী অভিনেতার মৃত্যু

উইলিয়াম হার্ট ১৯৮৫ সালে ‘কিস অব দ্য স্পাইডার ওমেন’ চলচ্চিত্রে সমকামীর চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার পুরস্কার লাভ করে
ছবি: সংগৃহীত

অস্কার বিজয়ী হলিউডের অভিনেতা উইলিয়াম হার্ট আর নেই। ৭২তম জন্মদিনের এক সপ্তাহ আগে গতকাল রোববার মারা যান তিনি। উইলিয়াম হার্টের বন্ধু গেরি বায়ার্ন সিএনএনকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উইলিয়াম হার্টের ছেলে উইল এক বার্তায় বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা অস্কারজয়ী অভিনেতা উইলিয়াম হার্টের মৃত্যুতে আমাদের পরিবার শোকাহত। তিনি শান্তিতে পরিবারের সদস্যদের মধ্যেই মৃত্যুবরণ করেছেন। তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।’ ২০১৮ সালে এ অভিনেতার প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছিল, যা তাঁর শরীরে ছড়িয়ে পড়েছিল।

৭২তম জন্মদিনের এক সপ্তাহ আগে গতকাল রোববার মারা যান তিনি

উইলিয়াম হার্ট ১৯৮৫ সালে ‘কিস অব দ্য স্পাইডার ওমেন’ চলচ্চিত্রে সমকামীর চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার পুরস্কার লাভ করেন। একই বছর বিএএফটিএ ফিল্ম অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি। এ ছাড়া তিনবার অস্কার নমিনেশন পেয়েছিলেন এ অভিনেতা। তিনি ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম থ্রিলার ‘আ হিস্ট্রি অব ভায়োলেন্স’-এ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে, চতুর্থ ও শেষ একাডেমি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন।

হলিউডের অভিনেতা উইলিয়াম হার্ট

১৯৫০ সালে জন্ম নেওয়া এ অভিনেতা তাঁর অভিনয়জীবন শুরু করেন সত্তরের দশকে মঞ্চে অভিনয়ের মাধ্যমে। ১৯৮০ সালে ‘অল্টারড স্টেটস’ সিনেমায় একজন বিজ্ঞানীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি পা রাখেন রুপালি পর্দায়। আশির দশকের এ অভিনেতা ‘ব্যাড বয়’, ‘চিলড্রেন অব লেজার গড’, ‘ব্রডকাস্ট নিউজ’, ‘দ্য বিগ চিল’সহ অসংখ্য সিনেমায় নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত সাম্প্রতিক সিনেমার মধ্যে আছে ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’, ‘ব্ল্যাক উইন্ডো’ ইত্যাদি।