বিয়ের ৫ দিন পরে পরিচয় পর্ব ও গায়েহলুদের অন্যরকম ছবি

বিয়ের পাঁচ দিন পরে পরিচয় পর্ব, গায়েহলুদ ও বিয়ের ছবি পোস্ট করে স্বপ্নপূরণের কথা লিখলেন এই নায়িকা। বিজয় দিবসে বিয়ের পিঁড়িতে বসেন ‘হাজার বছর ধরে’র নায়িকা শারমীন জোহা শশী। তাঁর জীবনের সেরা প্রাপ্তির একটি দিন ছিল সেদিন। প্রিয় মানুষকে বিয়ে করেছেন। সেই বিয়ে, গায়েহলুদের ছবিতে দেখে নিতে পারেন শশীদের।
গত বছর প্রথম তাঁদের পরিচয় হয় ‘রিপ্লে ১৯৮৮’ দিয়ে। সেই টিভি সিরিজের ডাবিং করতে যান শশী। প্রথম পরিচয়ের সেই দিনটিকে টি-শার্টে স্মরণ করে রেখেছেন এই তারকা।
ছবি: ফেসবুক
গায়েহলুদের ছবিতে শশী। দিনটি ছিল তাঁর জীবনের স্বপ্নের দিন। বিয়ের দিন পরিবারের ঘনিষ্ঠজনেরাই উপস্থিত ছিলেন।
পরিচয়ের পরে নিয়মিত কথা হলেও বিয়ে নিয়ে দ্বিধায় ছিলেন শশী। চার-পাঁচ মাস আগে শশী সিদ্ধান্ত নেন ভালোবাসার মানুষকে ভরসা করা যায়।
হাসিখুশিভাবেই ধরা পড়লেন শশী ও তাঁর স্বামী। দুজনের সিদ্ধান্তেই বিয়ে হয়েছে।
বিয়ের দিন এমন সাজে ছিলেন শশী। ছবিটি পোস্ট করে তিনি বিয়ে খবর দেন।
বিয়ের দিন স্বামীর সঙ্গে আড্ডায় মেতে উঠলেন এই অভিনেত্রী। এভাবেই সারা জীবন হাসিখুশি থাকার দোয়া চাইলেন।
জীবনে অনেক কিছু আগেই ভেবেছেন; কিন্তু তাঁর মধ্যে অনেক কিছুই পাননি। তাঁর মধ্যে এবার জীবনের সেরা উপহার পেয়েছেন তিনি। সবকিছুর জন্যই ফেসবুক স্ট্যাটাসে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিয়ে প্রসঙ্গে শশী বলেছিলেন, ‘আমাদের একের অন্যের কাছে নিজেদের যোগ্য মনে হয়েছে। দুজনই এমন লাইফ পার্টনার খুঁজছিলাম। অবশেষে বিয়ে করে ফেললাম।’
বিয়ের দিন একা একা ধরা পড়েন এই অভিনেত্রী। দিনটি নিয়ে তিনি লিখেছেন, আমি জীবনে যা কিছু অর্জন করেছি তা সবই স্বপ্নের মতো।
হাতে শশীর মেহেদির সাজ। সেখানে লেখা স্বামীর নাম অভি। তাঁর স্বামী অডিও ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। তিনি ডাবিং নির্দেশনা নিয়েই সে থাকতে চান।