ভয় পাইছিস? টেনশনের কিচ্ছু নাই, আর্জেন্টিনার খেলা দেখে চঞ্চল চৌধুরী

ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলা জমে উঠেছে। এরই মধ্যে আর্জেন্টিনা–অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডস–যুক্তরাষ্ট্র মুখোমুখি হয়েছে। দুটি খেলা নিয়ে বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে উচ্ছ্বাস ও উত্তেজনা কাজ করেছে। তবে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলা নিয়ে আগ্রহটা ছিল সবচেয়ে বেশি। কেউ দল বেঁধে বাসার বাইরে খেলা উপভোগ করেছেন, কেউবা ঘরে। আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলার উচ্ছ্বাসের আঁচ লক্ষ করা গেছে তারকাদের ফেসবুক ওয়ালে। প্রিয় দল নিয়ে তাঁরা লিখেছেন নানান কথা। ঘুরে আসা যাক কয়েকজন তারকার ফেসবুক ওয়াল
চিত্রনায়িকা মাহিয়া মাহি বরাবরই ফুটবলে আর্জেন্টিনার সমর্থক। দলটির খেলা রাত জেগে উপভোগ করেছেন। দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে দুটি কেক কেটে মাহি প্রিয় দলের জয় উদ্‌যাপন করেছেন। কেক কাটার সময় মাহির পাশে তাঁর স্বামী কামরুজ্জামান সরকার
ছবি : ফেসবুক
হালের আলোচিত নায়িকা পূজা চেরী। বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিষেক ঘটা পূজা এখন পুরোদস্তুর নায়িকা। বেশ কয়টি চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেছেন তিনি। নিজের বিপরীতে নায়ক হিসেবে শাকিব খানকে যেমন পেয়েছেন, তেমনি পেয়েছেন জিয়াউল রোশান, সিয়াম আহমেদ, আদর আজাদকেও। আর্জেন্টিনার ফুটবল খেলা এই নায়িকার ভালো লাগে। রাত জেগে তাই প্রিয় দলের খেলা দেখেন। গতকালও মায়ের সঙ্গে বসে আর্জেন্টিনার জয় উপভোগ করেছেন এই নায়িকা। ভালোবাসা জানিয়েছেন লিওনেল মেসির প্রতিও
আর্জেন্টিনার পাঁড় সমর্থক অভিনয়শিল্পী মৌসুমী হামিদ। খেলা শেষে মেসির উদ্‌যাপনের ভঙ্গি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন। আর লেখেন, ‘আমাকে জয়টি উদ্‌যাপন করতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ
অভিনেতা চঞ্চল চৌধুরী পরিবারসহ গোটা খেলা উদ্‌যাপন করেন। গতকাল রাতে অস্ট্রেলিয়ার সঙ্গে আর্জেন্টিনার জয়ের পর চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘কী? ভয় পাইছিস? টেনশনের কিচ্ছু নাই… বেশি না…টু-ওয়ান।’
গতকাল কক্সবাজারে স্টেজ শো করতে যায় চিরকুট ব্যান্ড। ব্যান্ডের সদস্য শারমীন সুলতানা সুমী আর্জেন্টিনার সমর্থক। শো শেষে ফেরার পথে গাড়িতে প্রিয় দলের খেলা উপভোগ করেছেন সুমীসহ অন্যরা। ফেসবুকে মেসির গোল দেওয়ার ভিডিও পোস্ট করে সুমী লিখেছেন, ‘ছোট পর্দার বড় গোল! এবার কাপ আমাদের ইনশা আল্লাহ! ভামোস ভামোস ভামোস আর্জেন্টিনা
আর্জেন্টিনার সমর্থক চিত্রনায়ক নিরব। প্রিয় দলের প্রতিটি ম্যাচ আগ্রহভরে দেখেন। গতকালের খেলাও বাদ পড়েনি। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন। আর ফেসবুকে ক্ষণে ক্ষণে ম্যাচের নানান মুহূর্তের আপডেটও দিয়েছেন এই তারকা
গিয়াসউদ্দিন সেলিমের নতুন চলচ্চিত্র ‘কাজলরেখা’র নায়িকা হিসেবে অভিষেক ঘটবে মন্দিরা চক্রবর্তীর। চ্যানেল আইয়ের রিয়্যালিটি শো ‘সেরা নাচিয়ে’ থেকে বিনোদন অঙ্গনে পা রাখা মন্দিরার প্রিয় দল আর্জেন্টিনা। তাই তো প্রিয় দলের খেলা দেখতে ছুটে গেছেন কাতারেও। আর্জেন্টিনার তিনটি ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করেছেন। তাঁর বিশ্বাস, এবার মেসির হাতেই উঠবে বিশ্বকাপের ট্রফি
ছোট পর্দার ব্যস্ত অভিনয়শিল্পী নিলয় আলমগীর। অভিনয় করেছেন বড় পর্দায়েও। এই তারকা আর্জেন্টিনার সমর্থক। নিজের একটি স্থিরচিত্র পোস্ট হাতের দুটো আঙুল দেখিয়ে এভাবে সবার কাছে জানতে চেয়েছেন, কয়টা?
অভিনয়শিল্পী জাকিয়া বারী মম আর্জেন্টিনার সমর্থক। গ্যালারির দিকে তাকিয়ে থাকা লিওনেল মেসির একটি স্থিরচিত্র পোস্ট করে তিনি লিখেছেন, ম্যাজিশিয়ান
আর্জেন্টিনাভক্ত চিত্রনায়ক ইমনের আশাবাদ, এবার তাঁর প্রিয় দলটি ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। তাঁর মতে, আর্জেন্টিনার খেলোয়াড়দের একটা ছন্দ আছে, যা তাঁর ভালো লাগে। ইমন বলেন, ‘মেসির খেলা আমার বেশি ভালো লাগে। তাঁর দৌড়, স্টাইল, সবাইকে কাটিয়ে গোলকিপারের জালে বল পাঠানো—এসব দেখে বিমোহিত হয়ে যাই। আশা করছি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। এবার বিশ্বকাপ নিয়ে যাবে