প্রেমিককে বিয়ে করছেন জনপ্রিয় ফিলিপিনো অভিনেত্রী লাভি পো। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।
আজ শনিবার যুক্তরাজ্যের ক্লিভডেন হোটেলে লাভির বিয়ের আনুষ্ঠানিকতা সারা হচ্ছে। আগেভাগে বিয়ের পোশাক বানিয়ে নিয়েছেন এই অভিনেত্রী
বিজ্ঞাপন
তাঁর প্রেমিক থেকে স্বামী বনে যাওয়া মান্টি ব্লেনকাও মূলত যুক্তরাজ্যের নাগরিক। পেশায় একজন চলচ্চিত্রের প্রযোজক। পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে
বিজ্ঞাপন
মান্টি ব্লেনকাওয়ের সঙ্গে লাভি পোর পরিচয় লস অ্যাঞ্জেলেসে। কোভিডের আগে কোনো এক কাজে শহরটিতে গিয়েছিলেন এই ফিলিপিনো অভিনেত্রী। ২০১৯ সাল থেকে আলাদা দুই দেশ থেকে প্রেম চালিয়ে নিয়েছেন তাঁরাবছর তিনেক প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন মান্টি ও পো। ৮ আগস্ট আংটি বদল করেছেন তাঁরা। সেই ছবি ইনস্টাগ্রামে দিয়ে এক আবেগঘন পোস্ট করেছিলেন পো৩৪ বছর বয়সী এই ফিলিপিনো অভিনেত্রী ‘ক্রিস্টাল’, ‘রিয়েল’সহ বেশ কিছু ড্রামা সিরিজে অভিনয় করেছেন। সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গানেও নিয়মিত পাওয়া গেছে তাঁকে