আবার মুক্তি পাচ্ছে ‘পাঠান’, চলবে ৩ হাজারের বেশি হলে

‘পাঠান’ সিনেমার দৃশ্য শাহরুখ খান
ছবি: ইনস্টাগ্রাম

 ‘পাঠান’ ঝড় যেন থামছেই না। মুক্তির প্রায় ৬ মাস পর আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের এই সিনেমা। তবে এবার হিন্দি নয়, আগামী ১৩ জুলাই রুশ ভাষায় মুক্তি পাবে স্পাই থ্রিলার সিনেমাটি। রাশিয়াসহ আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, জর্জিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও উজবেকিস্তানের ৩ হাজারের বেশি হলে দেখানো হবে ‘পাঠান’। খবর এনডিটিভির

এই সিনেমা দিয়ে চার বছর পর পর্দায় ফিরেছিলেন শাহরুখ খান। বলিউডে তখন মন্দা চলছে। এই সময় শুধু নিজে ফেরেননি, চাঙা করেছেন বলিউডের বক্স অফিসও।

জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, শাহরুখ খানের সঙ্গে নির্মাতা সিদ্ধার্থ আনন্দ

মুক্তির দুই মাস পরই ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং শুরু হয়।

ওটিটিতে আসার পর যেভাবে বিশ্বজুড়ে ‘পাঠান’ ছড়িয়ে পড়েছে, অন্য কোনো ভারতীয় সিনেমা এভাবে ছড়ায়নি।

এর আগে সিনেমার প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস-এর আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট নেলসন ডিসুজা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, সিনেমা সব সময় দেশ, সংস্কৃতি ও জাতিগত দূরত্ব কমিয়েছে। সীমানার বেড়াজাল পেরিয়ে মানুষকে মুগ্ধ করেছে। তার এই কথাটাই যেন সত্য করতে রাশিয়ায় পৌঁছে গেছে ‘পাঠান’।

জানুয়ারিতে ভারতসহ প্রায় ১০০ দেশে মুক্তি পেয়েছিল ‘পাঠান’। এক হাজার কোটি টাকার বেশি আয় করা সিনেমাটি গত মাসে বাংলাদেশেও মুক্তি পায়। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছে। সিনেমার প্রধান চরিত্রে শাহরুখ ছাড়া আরও অভিনয় করেছেন জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন। এ ছাড়া অতিথি চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।